ডিসেম্বর মাসে বেড়েই চলেছে তাপমাত্রা ! তবে এখনই কি বিদায় শীতের ? কি বলছে আবহাওয়া দপ্তর
ডিসেম্বর মাসে বেড়েই চলেছে তাপমাত্রা ! তবে এখনই কি বিদায় শীতের ? কি বলছে আবহাওয়া দপ্তর | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ডিসেম্বরের শেষে ক্রমশ বেড়েই চলেছে বাংলা তাপমাত্রা। কবে কেন এরকম বিপরীতমুখী রুপ বাংলার আবহাওয়ার ? জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণবাত এর প্রভাবে বাংলার আকাশে প্রবেশ করেছে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প, যার প্রভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তরের হওয়া। এই কারণেই সকালের দিকে আবহাওয়া কুয়াশাচ্ছন্ন হলেও বেলা বাড়তেই বেড়ে চলেছে তাপমাত্রা।

কেমন থাকবে আজকের আবহাওয়া ?

সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রী সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রী সেলসিয়াস
আর্দ্রতা ৭৭ শতাংশ
হাওয়া ১৬ কিমি/প্রতি ঘণ্টা

 

আজকের আবহাওয়াঃ- আজ সকালে মহানগরের আকাশে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পাবে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে। গত শনিবার থেকে তাপমাত্রা বেড়েছে প্রায় ৬ ডিগ্রির কাছাকাছি।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়াঃ- আজ উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকলেও দার্জিলিংয়ে সামান্য বৃষ্টিপাতের দেখা মিলতে পারে কিছু জায়গায়। তবে তুষারপাতে কোন সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে উত্তরবঙ্গে আগামী দু-তিন দিনের মধ্যে তাপমাত্রা থেকে ২ থেকে ৪ ডিগ্রী নামতে পারে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গে গত দু-তিন দিন ধরে তাপমাত্রা বৃদ্ধি পেলেও আগামীকাল অর্থাৎ বুধবার থেকে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পাওয়া যাবে শীতের আমেজ। বঙ্গোপসাগরের উপর সৃষ্টি হওয়া বিপরীত ঘূর্ণবাত এর প্রভাবে গত কয়েকদিন ধরে তাপমাত্রা যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল। তবে বুধবার থেকে ফের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আগামীকালের আবহাওয়াঃ- শীত প্রিয় মানুষদের জন্য সুখবর। আগামীকাল অর্থাৎ বুধবার থেকে ফের উত্তরের হাওয়ার দাপট দেখা যাবে সারা বাংলা জুড়ে। ক্রিসমাসের আবহে কিছুদিনের জন্য শীতের দেখা না মিললেও আগামীকাল থেকে ফের তাপমাত্রার কাটা ঘোরাফেরা করবে ১৫ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে।