india news,news, বাইক চুরি করতে হয় কিভাবে, তা পুলিশকে দেখাচ্ছে চোর খোদ
বাইক চুরি করতে হয় কিভাবে, তা পুলিশকে দেখাচ্ছে চোর খোদ | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই প্রতিনিয়ত কিছু না কিছু নতুন জিনিস দেখতে পাওয়া যায়। তারই মধ্যে এমন কিছু ভাইরাল ভিডিও আমাদের সামনে এসে উপস্থিত হয় যেগুলো আমাদেরকে মনোরঞ্জন দিয়ে থাকে।

আবার কিছু কিছু ভাইরাল ভিডিও রয়েছে যেগুলি সমাজের করুণ পরিস্থিতি গুলোকে তুলে ধরে আবার কোন ভিডিও রহস্যময় ঘটনাকেও উপস্থাপন করে। তবে সেইসব ভিডিও থেকে শুধু মনোরঞ্জনই নয়, মনোরঞ্জনের পাশাপাশি শিক্ষণীয় কিছু বিষয় রয়েছে। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়তা লাভ করছে। ভিডিওটি হচ্ছে একটি বাইক চোরের।

প্রতিনিয়তই কোথাও-না-কোথাও বিভিন্ন চুরির ঘটনা উঠে আসে, তার মধ্যে বাইক চুরির ঘটনাও রয়েছে। প্রতিনিয়তই চুরির হার বৃদ্ধি পাচ্ছে। মাঝেমধ্যে কিছু কিছু এমন ঘটনা ঘটে যেগুলি সংবাদের হেডলাইন হয়ে দাঁড়ায়। তবে এরইমধ্যে এক পটু বাইক চোরকে আটক করল পুলিশ। আর সেই চোর পুলিশের সামনে দাঁড়িয়েই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বাইক চুরির নিনজা টেকনিক দেখিয়ে দিল।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন পেশাদার বাইক চোরকে আটক করেছে পুলিশ। আর সেই বাইক চোরকে দিয়েই কিভাবে বাইক চুরি করা হয় তা দেখছেন পুলিশকর্মীরা। হ্যান্ডেল লক করা সত্ত্বেও কিভাবে বাইক চুরি যায়, সে ঘটনাও সামনাসামনি দেখিয়ে দিল চোর বাবাজি। বাইক চুরি করার কৌশল দেখে হতভম্ব হয়েছেন পুলিশ অধিকর্তারাও।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাইকের সিটে বসে হ্যান্ডেল এ পা দিয়ে সজোরে ধাক্কা দিয়ে মোটরবাইকের ঘার লক ভেঙ্গে ফেলা হলো। এরপর মোটর বাইকের হেড লাইটের তলা থেকে একগুচ্ছ তার বের করে দাঁত দিয়ে তার কেটে ডাইরেক্ট করে দিল। ব্যাস ! সুইস চাপতেই রয়েল এনফিল্ড মোটরবাইক স্টার্ট হয়ে গেল।

এক মিনিটও সময় লাগেনি পারদর্শী বাইক চোরের। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই মোটর বাইকের লক ভেঙ্গে গাড়ি স্টার্ট করে ফেলল সে। বর্তমানে পুরো ঘটনাটি নেট মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। মোটরবাইকের ঘাড় লক করার পর আপনি যদি ভেবে থাকেন, আপনার বাইক নিরাপদে রয়েছে তাহলে আপনার ধারণা ভুল। সেটা এই ভিডিওটি দেখেই বুঝতে পারছেন।