পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ– ভারতের করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ কাটতে না কাটতেই বিশ্ব জুড়ে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ধাক্কা। গতকাল সারা বিশ্বে করোনা আক্রান্ত হয়েছে ৫ লক্ষ ৬২ হাজার ৮১৭ জন। এদের মধ্যে শুধুমাত্র ব্রিটেন এবং ইন্দোনেশিয়াতেই করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গিয়েছে।
ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৮৫০ জন মানুষ, যা গত ১৫ ই জানুয়ারির পর ওই দেশের জন্য সর্বোচ্চ। কয়েকদিন আগেই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছিলেন, আগামী ১৯ শে জুলাই এর পর ব্রিটেন থেকে তুলে নেওয়া হবে করোনার প্রভাবে চলা বিধি নিষেধ। তবে গতকালের পরিসংখ্যানের পর, এই সিদ্ধান্তের ওপর বিবেচনা করার জন্য জানিয়েছেন অনেকে।
বিশ্বব্যাপী একটি বিজ্ঞানীদের দল জানিয়েছে ব্রিটেনে যদি করোনার বিধিনিষেধ তুলে নেওয়া হয় তাহলে তা সম্পূর্ণ বিশ্বের জন্য ক্ষতিকারক হতে পারে বলে জানিয়েছে। এমনকি প্রধানমন্ত্রী বরিস জনসনের আগামী কর্মসূচী নিয়েও কটাক্ষ করেছে তারা।
ব্রিটেনের সাথে সাথে আমেরিকা, ব্রাজিল, স্পেন, ইরান এবং ইন্দোনেশিয়াতে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। ইন্দোনেশিয়াতে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার জন মানুষ। গত ২৪ ঘন্টায় ব্রাজিলে মৃত্যুর হার সবথেকে বেশি। ওই দেশে মৃত্যু হয়েছে ১৪৫০ জন মানুষের।
অন্যদিকে ভারতের গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমিত হয়েছে ৩৮ হাজার ১১২ জন মানুষ। ভারতের ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক তরফ থেকে করোনার তৃতীয় ঢেউ এর জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে করোনার তৃতীয় ঢেউ রুখতে সবরকম বিধি-নিষেধ মানতে বিভিন্ন রকম পন্থা নিয়েছে কেন্দ্র সরকার কেন্দ্র এবং রাজ্য সরকার। আগের থেকে ভ্যাক্সিনেশনও হচ্ছে দ্রুত গতিতে।