করোনা ভাইরাস, করোনা টিকা, স্পুটনিক ভি, করোনা ভ্যাকসিন
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ অবশেষে স্বস্তির খবর পেলো ভারত। এতদিন কভিশিল্ড এবং কোভ্যাক্সিনের পর এবারে করোনার তৃতীয় ডোজ পাওয়ার পথে ভারত। অবশেষে রাশিয়ার কোভিড ভ্যাকসিন স্পুটনিক ভি টিকাকে সঠিক ঘোষণা করে, ছাড়পত্র দিল কেন্দ্র সরকার।

করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়ানোর প্রায় দেড় বছর পড়ে আবারও করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এসে পড়েছে পৃথিবীতে। করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে নাজেহাল বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশের। সারা বিশ্বের অন্যান্য দেশের মতোই ভারতেও করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে।

টিকা আসার পর থেকে মানুষের মধ্যে আগের মত সতর্কতা আর নেই সেক্ষেত্রে মানুষ কোভিডের বিধি অর্থাৎ মাস্ক পরা, সোশ্যাল ডিষ্টেন্সিং এবং স্যানিটাইজেশানের কাজ থেকে অনেকটাই সরে আসাতে, পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তার সাথে দেশে বিভিন্ন রাজ্যে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। এমত অবস্থায় সোশ্যাল ডিষ্টেন্সিং একেবারে নেই বললেই চলে।

এই অবস্থার মধ্যে করোনার তৃতীয় টিকা ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আটকাতে অনেকটাই সাহায্য করবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বর্তমানে রাশিয়ার স্পুটনিক ভি প্রায় ৫৯ টি দেশে ব্যবহৃত হচ্ছে এবং ৯১.৬ শতাংশ কার্যকরী বলে জানা যাচ্ছে। রাশিয়া ছাড়াও ইতিমধ্যে ভারত, আমেরিকা, চীন সকলেই বিভিন্ন রকম কোভিডের টিকা বাজারে এনেছে।

তবে কিছুদিন আগেই জানা গেছে যে চীনের টিকা কার্যকরী নয়। অনেকেই স্বীকার করেছে যে চীনের টীকা নিয়ে অনেকের মৃত্যু পর্যন্ত ঘটেছে। যদিও বর্তমানে ভারতে করোনা ভাইরাসের তৃতীয় ডোজ হিসেবে স্পুটনিক ভি কে ধরা হচ্ছে তবে কবে থেকে এই টীকা সাধারণ মানুষের ওপর প্রয়োগ করা হবে তা এখনও জানা যায়নি।