corona virus, corona, covid-19, করোনা ভাইরাস,
Corona Update: চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ, ২৪ হাজারের গণ্ডি ছাড়ালো রাজ্য | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেক্সঃ করোনার দ্বিতীয় ঢেউ যেতে না যেতেই গোটা দেশজুড়ে জাঁকিয়ে বসেছে করোনার তৃতীয় ঢেউ “ওমিক্রন”। প্রতিনিয়তই হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। দেশের পাশাপাশি এরাজ্যেও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্তের সংখ্যা।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় গোটা দেশজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২ জন মানুষ। গত ২৪ ঘন্টায় করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন ৪০ হাজার ৮৬৩ জন মানুষ। বর্তমানে গোটা দেশজুড়ে করোনা সংক্রমনের অ্যাক্টিভ দেশের সংখ্যা ৫ লক্ষ ৯০ হাজার ৬১১।

স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গোটা দেশজুড়ে করোনা সংক্রমনের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ হয়েছে ৪১ হাজার ৪৩৪ জন মানুষ। সংক্রমনের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘন্টায় এ রাজ্যে করোনা সংক্রমণ হয়েছেন ২৪ হাজার ২৮৭ জন মানুষ। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমিত হয়েছেন ২০ হাজার ১৮১ জন মানুষ।

corona virus, corona, covid-19, করোনা ভাইরাস,
Corona Update: চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ, ২৪ হাজারের গণ্ডি ছাড়ালো রাজ্য | ছবি – সংগৃহীত

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত .২৪ ঘন্টায় করোনার নমুনা পরীক্ষা করিয়েছেন ৭১ হাজার ৬৬৪ জন মানুষ। তারমধ্যে করোনার রিপোর্ট পজেটিভ এসেছে ২৪ হাজার ২৭৮ জনের। রাজ্যে করোনা সংক্রমনের নিরিখে শীর্ষস্থানে রয়েছে কলকাতা। শনিবার রাজ্যে করোনা সংক্রমনের সংখ্যা ছিল ১৮ হাজার ৮০২। কিন্তু ২৪ ঘন্টার মধ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ছয় হাজারের বেশি। স্বাস্থ্য দপ্তরে বুলেটিন অনুযায়ী শনিবার রাজ্যে কোভিড পজিটিভ রেট ছিল ২৯.৬০ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩৩.৮৯ শতাংশ। কলকাতা শহরে সংক্রমণের হার ৪১.৯৩ শতাংশ।

মহামারি করোনা সংক্রমনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য করোনা টিকাকরনের উপর বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে। গত ২৪ ঘন্টায় গোটা দেশজুড়ে ২৯ লক্ষ ৬০ হাজার জনেরও বেশি মানুষকে টিকাকরণ করা হয়েছে। গোটা দেশজুড়ে এখনো পর্যন্ত ১৫১ কোটি ৯৪ লক্ষ করোনার ডোজ দেওয়া হয়েছে।