বিধানসভা ভোট, তৃণমূল, বিজেপি নির্বাচন কমিশন

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ফের বিধানসভা ভোট ঘিরে রণক্ষেত্র রাসবিহারী। দক্ষিণ কোলকাতার তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে বুথে ঢুকতে বাঁধা দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনাটি নির্বাচন কমিশনের নজরে আসায় ফের অস্বাস্তিতে পড়ে নির্বাচন কমিশন। কমিশনের হস্তক্ষেপের ফলেই সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান সম্ভব হয়।

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটকে ঘিরে প্রথম থেকেই অশান্তি শুরু হয়েছিল। তৃণমূল, বিজেপি, সিপিএম এর যুদ্ধ যেন কুরুক্ষেত্রের রূপ নিয়েছে। সেই অশান্তি সপ্তম দফা ভোটেও অব্যাহত রয়েছে। আজ দক্ষিণ কোলকাতার রাসবিহারী কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমারকে নির্বাচনী বুথে ঢুকতে বাঁধা দেয় কেন্দ্রীয় বাহিনী। ফলে নির্বাচন কমিশনের কাছে এই রিপোর্ট পৌঁছলে সঙ্গে সঙ্গে এই বিষয় মত প্রকাশ করে কেন্দ্রীয় বাহিনী।

নির্বাচন কমিশন  জানায় যে, কারোর বৈধ পরিচয়পত্র থাকলে কখনওই তাঁকে বুথে ঢুকতে বাঁধা দেওয়া হবে না। সকাল থেকেই বিভিন্ন বুথে তদারকি করছিলেন দেবাশিস বাবু। কিন্তু কোনও কারণে তাঁকে কিছু বুথে ঢুকতে বাঁধা দেওয়া হয়। এই প্রসঙ্গে পুলিশের ওপর পক্ষপাতিত্ত্বের অভিযোগ আনে তৃণমূল কংগ্রেস।

শুধু রাসবিহারী নয় বিধাননগর এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসুকে বুথে ঢুকতে বাঁধা দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এছাড়াও একই অভিযোগ ওঠে কংগ্রেস প্রার্থী অশুতোষ চ্যাটার্জি এবং ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চ্যাটার্জির ক্ষেত্রেও।

প্রসঙ্গত, একই ঘটনা ঘটে গার্ডেনরীচের বাত্তিকোলা এলাকায় তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম এবং কংগ্রেস প্রার্থী মোহাম্মাদ মুখতারের সাথেও। যদিও এই ঘটনায় তৃণমূল এবং বিজেপির পক্ষে কোনও বক্তব্য পেশ করা হয়নি।