পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আসছে পঞ্চায়েত ভোট। সেই ভোট উপলক্ষে প্রচার পর্ব শুরু করে দিয়েছে প্রতি দল। সভা করতে গিয়ে একে অপরের বিরুদ্ধে নানারকম হুমকি দিচ্ছে শাসকদল থেকে শুরু করে বিরোধী দল। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। বিরোধী নেতারা ভুল ধরাতে এলেই ছিটিয়ে দেবেন লঙ্কাগুঁড়ো, এরকমই নির্দেশ দিলেন মালদার মহিলা তৃণমূল সভানেত্রী সুজাতা সাহা। ফলেই জবাব, পাল্টা জবাব আসছে একে অপরের বিরুদ্ধে। সরগরম হয়ে পড়েছে রাজনৈতিক মহল। শুরু হয়ে গেছে খেলা।
২০২৩ সালেই রয়েছে পঞ্চায়েত ভোট। সেই ভোটের প্রস্তুতিপর্ব শুরু করে দিয়েছে প্রতি দল। হাতা গুটিয়ে কোমর বেঁধে নেমে পড়েছে খেলার মাঠে। চলছে প্রত্যেক জায়গায় জায়গায় সভা। একে অপরের বিরুদ্ধে কটাক্ষ করে নানা রকম মন্তব্য করছে প্রতিদল। সেরকমই কয়েকদিন আগে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তৃণমূলের বিরুদ্ধে নিশানা করে বলেছে, “প্রশাসন হোক বা টিএমসির গুণ্ডা বাহিনী, যে মস্তানি করতে আসবে, ওদের পিঠে চ্যালা কাঠ ভাঙুন।” তারই পাল্টা জবাব দিয়ে মালদায় এক সভায় বিজেপিকে কটাক্ষ করে লঙ্কাগুঁড়ে ছিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী সুজাতা সাহা।
তৃণমূল সভানেত্রী সুজাতা সাহার এই নিদান শুনে পাল্টা জবাব দেন গেরুয়া শিবির দল। কেন্দ্রীয় সরকারের অনুমোদিত একাধিক প্রকল্প রাজ্য সরকার নিজেদের নামে সকলের কাছে প্রকাশ করছে। পঞ্চায়েত ভোটেই সাধারণ মানুষ বুঝিয়ে দেবে কার দৌড় কতদূর। তৃণমূল যে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে দেওয়ার কথা বলছে আগামী দিনে পঞ্চায়েত ভোটে সাধারণ মানুষ বুঝিয়ে দেবে তারা কার গায়ে লঙ্কাগুঁড়ে ছিটিয়েছে। তৃণমূল সভানেত্রী সুজাতার নির্দেশকে আক্রমণ করে এমনই মন্তব্য করলেন গেরুয়া শিবিরের সাংগঠনিক সম্পাদক রূপেশ আগরওয়াল।
উল্লেখ্য, মালদার হরিশ্চন্দ্রপুর ১ (বি) ব্লকে তৃণমূলের সাংগঠনিক সভা ছিল। সেই সভাতে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূলের সভানেত্রী সুজাতা সাহা সহ জেলা মহিলা সভানেত্রী মৃণালিনী মাইতি, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদিকা শর্মিষ্ঠা ভট্টাচার্য, সহ অন্যান্য নেতৃত্বগণ।
আর এদিন এই কর্মসূচিতে বক্তৃতা দেওয়ার সময় গেরুয়া শিবিরের বিরুদ্ধে কটাক্ষ করে সুজাতা সাহা নির্দেশ দেন, “পঞ্চায়েত ভোট আসছে। এখন বিজেপি ঘর থেকে বেরিয়ে আসবে। সিপিএম, কংগ্রেসও বলতে ছাড়বে না। যখন বিরোধী নেতারা আমাদের বলতে আসবে, ভুল ধরাতে আসবে তখন ওদের মুখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেবেন।” তারপরেই বঙ্গ রাজনীতিতে শুরু হয়ে যায় চাপান উতর জবাব।