tmc, west bengal, সঞ্জু গুড়িয়া, টাকা নিয়ে চাকরি না দেওয়ায়, তৃণমূল নেতাকে পোষ্টারে বেধে বেধারক মারধর জনতার
টাকা নিয়ে চাকরি না দেওয়ায়, তৃণমূল নেতাকে পোষ্টারে বেধে বেধড়ক মারধর | ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীদের নামে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠছে। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতির মামলায় জেল হেফাজতে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এছাড়াও তৃণমূলের একাধিক তাবড় তাবড় নেতারা সিবিআই ও ইডির জালে।

তবে এরই মধ্যে চাকরি দেওয়ার নামে আরও একটি প্রতারণার খবর উঠে এল নন্দীগ্রামের আমদাবাদ ২ নম্বর অঞ্চলের ১৯৬ নম্বর বুথে। চাকরি দেওয়ার নামে টাকা নেওয়া হয়েছিল, কিন্তু চাকরির দেখা নাই। রাগে ক্ষুব্ধ হয়ে তৃণমূল নেতাকে পোস্টারে বেধে বেধারক মারধর করলো জনতা।

জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম সঞ্জু গুড়িয়া, তিনি একজন তৃণমূল নেতা। চাকরি দেওয়ার নামে তিনি গ্রামের মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন। প্রতিশ্রুতি দিলেও চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, জল প্রকল্পে চাকরি দেওয়ার নামে এলাকার মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন তিনি। চাকরি না হওয়ায় তার কাছ থেকে টাকা ফেরত চাওয়া হয়। কিন্তু সেই টাকাও ফেরত দেননি তিনি। একাধিকবার টাকা চেয়েও কোন লাভ হয়নি বলে জানিয়েছেন এলাকাবাসী।

টাকা দিয়ে চাকরি না মেলায় রাগে ক্ষুব্ধ হয়ে তৃণমূলের নেতাকে পোস্টারে বেধে বেধারক মারধর করল এলাকাবাসীরা। মুহূর্তের মধ্যে ঘটনাটি ছড়িয়ে পড়ে। তারপর ঘটনাস্থলে উপস্থিত হয় নন্দীগ্রাম থানার পুলিশ। মারমুখি জনতার হাত থেকে তৃণমূলের নেতাকে রক্ষা করে পুলিশ।

তবে এই প্রসঙ্গে নন্দীগ্রামের এক বাসিন্দা জানিয়েছেন, “আমার কাছ থেকে ২ লক্ষ ৭০ হাজার টাকা নিয়েছিল জল প্রকল্পে চাকরি দেওয়ার নামে, বলেছিল এক থেকে দেড় মাসের মধ্যে চাকরি দিয়ে দেওয়া হবে। একটি ইন্টারভিউ হবে, তারপর নিয়োগ হয়ে যাবে। সেই প্রতিশ্রুতি দেওয়ার দুই বছর কেটে গেল। কিন্তু চাকরির দেখা নেই।” তবে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের ওই নেতা জানিয়েছেন, “ও যেটা বলছে সেটা ঠিক। গ্রাম পঞ্চায়েতে আলোচনার পরে দলকে টাকা দেওয়া হয়। পার্টি ফান্ডে গিয়েছে ওই টাকা।”

তবে এই ঘটনার পর বিরুলিয়ার বিজেপি সভাপতি অরূপ তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “গোটা তৃণমূল দলটাই চোর ডাকাতে ভরে গিয়েছে। গোটা পশ্চিমবঙ্গজুড়েই এরা ছড়িয়ে আছে। পুরো দলটাই পচে গিয়েছে। এদেরকে দ্রুত দেশছাড়া করতে হবে।”