west bengal election, election 2021, political news, election news
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ ৬ এপ্রিল মঙ্গলবার আজ সকাল থেকেই শুরু হয়েছে তৃতীয় দফার ভোট গ্রহণ। পশ্চিমবঙ্গে মোট ৮ দফায় বিধানসভা নির্বাচনী ভোট গ্রহণ হবে। বঙ্গে আজ চলছে তৃতীয় দফার ভোট গ্রহণ।

এরপর এখনও ৫ দফার ভোট গ্রহণ বাকি। তৃতীয় দফার ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর পরবর্তী দফার ভোটে গ্রহণ হবে ১০ এপ্রিল, ১৭ এপ্রিল, ২২ এপ্রিল, ২৬ এপ্রিল ও ২৯ এ এপ্রিল। ভোট গ্রহণের ফলাফল প্রকাশ করা হবে ২রা মে। আজ বঙ্গে ৩ টি জেলেয় ৩১ টি আসনে ভোট গ্রহণ চলছে।

দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি এই তিনটি জেলায় করোনা প্রোটোকল মেনে চলছে ভোট গ্রহণ। তবে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে শাসক দলের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। তৃতীয় দফার ভোটের জন্য রাজ্যে ৬১৮ কম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

বিধানসভা নির্বাচনী ভোট যাতে শান্তিপূর্ণ ভাবে হয় তার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে নির্বাচন কমিশন। তারপরেও বিভিন্ন জায়গা থেকে ভোটারদের কে বাধা দেওয়া ও বোমা বিস্ফোরকের ছবি, এছাড়াও বিশৃঙ্খলার ছবি উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে।

দক্ষিণ ২৪ পরগনার ১৬ টি বিধানসভা কেন্দ্রের সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৪৪ শতাংশ এছাড়াও হাওড়ার ৭ টি বিধানসভা কেন্দ্রে সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ৩৬.৯৭ শতাংশ এবং হুগলির ৮ টি বিধানসভা কেন্দ্রে সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ৩৭.২৬ শতাংশ। সব মিলিয়ে তিনটি জেলায় ৩১ টি আসনে ৩৮.৭১ শতাংশ ভোট পড়েছে ১১ টার মধ্যে।

প্রথম দুই দফার ভোটে এই সময়ের মধ্যে ৬০ শতাংশের কাছাকাছি ভোট পড়ে গিয়েছিল। প্রথম দুই দফার ভোটে তুলনায় তৃতীয় দফার ভোটে ক্রমশ হিংসার পরিমাণ যেন বেড়েই চলেছে। হিংসার পরিমাণ বাড়ায় এটা আচ করা যাচ্ছে যে এই দফায় আগের দুই দফার তুলনায় অনেক কম ভোট পড়বে।