পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- রামপুরহাট গণহত্যা কাণ্ডে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে সারা দেশ জুড়ে। কলকাতা থেকে দিল্লি প্রায় সমস্ত রাজনৈতিক দলের নেতারা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন এই ঘটনাকে ঘিরে। আর এর মধ্যেই তৃণমূলের বরিষ্ঠ নেতা অনুব্রত মণ্ডল সবাইকে অবাক করে এই ঘটনাকে ঘিরে বলে বসলেন, শর্ট সার্কিট থেকে টিভি ফেটে আগুন লেগেছে।
প্রসঙ্গত, রামপুরহাটে বড়শাল গ্রামের পঞ্চায়েতের উপপ্রধানকে নির্মমভাবে খুন করা হয় গতকাল। জানা যাচ্ছে, তারপরেই পাল্টা হামলা চালানো হয় বগটুই গ্রামে। আগুন লাগিয়ে দেওয়া হয় একাধিক বাড়িতে। আর তার মধ্যেই একটি বাড়িতে আটজন মহিলা এবং দুটি শিশুকে বন্ধ করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। ওই আগুনে পুড়ে দগ্ধ হয়ে মারা যান প্রত্যেকেই।
গতকাল রাতে রাত ন’টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনার পর আজ সকালে দমকল বিভাগের কর্মীরা গিয়ে দেহ গুলি উদ্ধার করে ওই বাড়ি থেকে। তবে বীরভূম জেলার তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এই ঘটনাকে ঘিরে মন্তব্য করেছেন যে,” আমি সকালে খবর পেয়েছি। একটি বাড়িতেই সাতজনের মৃত্যু হয়েছে। পুলিশ তদন্ত করে দেখুক। তিন–চারটি বাড়িতে আগুন লেগেছিল। সঙ্গে সঙ্গে দমকল গিয়ে আগুন নেভানোর কাজ করে। পুলিশ পিকেটিং ছিল। টিভি ফেটে গিয়ে আগুন লাগে। পুলিশ তদন্ত করছে। শর্ট সার্কিট থেকে টিভি ফেটে যায়। সেই থেকেই বাড়িতে আগুন ধরে যায়। শর্ট সার্কিট হয়েছে কি না দেখে নিক। কারণ টিভি ফেটেছে এটা বলা হচ্ছে।”
তৃণমূল নেতার এই মন্তব্য একে অনেকেই মেনে নিতে পারেননি এবং সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ এই মন্তব্য নিয়ে নানা রকম প্রতিক্রিয়া জানাচ্ছেন।
এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। বিরোধী দল নেতা নেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানিয়েছেন।