corona virus, corona news, corona
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ অতিমারি করোনার প্রকোপ দেখা দিয়েছে গোটা দেশজুড়ে। লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। সংকট দেখা দিয়েছে জীবনদায়ী ঔষধ কোভিড ভ্যাকসিনের। এমনকি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন নেই দেশে।

করোনা চিকিৎসার জন্য বেড নেই হাসপাতালগুলিতে। এমন কঠিন পরিস্থিতিতে রাজধানী দিল্লিতে মৃত্যু মিছিল শুরু হয়েছে। প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের গণ্ডি পার করেছে। এমনই কঠোর পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল আমেরিকা, ব্রিটেন, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন।

বর্তমানে করোনার দ্বিতীয় তরঙ্গে কঠিনতম পরিস্থিতির মধ্য দিয়ে ভারত বর্ষ। এই পরিস্থিতিতে ভারতকে সাহায্যের কথা জানিয়েছে আমেরিকা। এর আগে আমেরিকাসহ আরও অন্যান্য দেশ গুলিকে অক্সিজেন এবং ভারতে নির্মাণ করোনা টিকা কোভ্যাকসিন ও কোভিশিল্ড পাঠিয়েছিল ভারত। সেই পরিপ্রেক্ষিতেই পাল্টা সাহায্যের হাত বাড়িয়ে দিল আমেরিকার মতো উন্নত দেশগুলি।

আমেরিকার তরফ থেকে জানানো হয়েছে, “আমেরিকা ভারত কে পূর্ণ সহযোগিতা করবে এবং অতিমারি করোনার বিরুধে মোকাবেলা করতে সাহায্য করবে।” এছাড়াও সেরাম ইনস্টিটিউটে কোভিড টিকা প্রস্তুত করার জন্য যে সমস্ত কাঁচামালের প্রয়োজন তা দ্রুত পাঠানো হবে ভারতে। এছাড়াও কোভিড চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও পাঠানো হবে ভারতে।

ইউরোপীয় ইউনিয়ন এই কঠিন পরিস্থিতিতে ট্যুইট করে জানিয়েছেন, “ভারতে অতিমারি করোনা পরিস্থিতি উদ্বেগজনক। ইউরোপীয় ইউনিয়ন সব রকম সাহায্য করতে প্রস্তুত। আমরা ভারতীয় জনগণের পাশে আছি।”

আমেরিকার পর ব্রিটেনও সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারতের দিকে। অতিমারি করোনা মোকাবেলায়  অক্সিজেন কন্টেনার সহ ৬ হাজারের বেশি জীবনরক্ষাকারী গুরুত্বপূর্ণ কোভিড চিকিৎসার সরঞ্জাম পাঠিয়েছে ভারতের উদ্দেশ্যে। ব্রিটেনের জানিয়েছে, রাজধানী দিল্লিতে মঙ্গলবার প্রথম চালানটি পৌঁছাবে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, “১০০-এর বেশি অক্সিজেন কনসেন্ট্রেটর এবং ভেন্টিলেটার সহ গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জামগুলি ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই ভয়াভহ ভাইরাসের কারণে পড়শী দেশ ভারত ব্যাপক ক্ষতির মুখে। অতিমারি করোনা মোকাবেলায় ভারতকে সাহায্য করতে আমরা প্রস্তুত।”