বিধানসভা ভোট, তৃণমূল, বিজেপি, পশ্চিমবঙ্গ
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা ভোট। সেই বিধানসভা ভোটে কার্যত রণ ক্ষেত্রের রূপ নিয়েছে ভোট শুরুর সময় থেকেই শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী পক্ষ বিজেপির মধ্যে শুরু হয়েছে রক্তক্ষয়ী সংগ্রাম। এখনও পর্যন্ত চারটি দফা ভোট হয়েছে। চার দফাতেই ঝরেছে প্রচুর রক্ত। সেদিক থেকে ব্যাতিক্রম হয়নি পঞ্চম দফার ভোট।

পঞ্চম দফা ভোটেও রাজ্য জুড়ে বিভিন্ন জায়গা থেকে আসতে চলেছে বিক্ষিপ্ত ঝামেলার খবর। এরই মধ্যে খবর এসেছে যে, ভোটারদের কিছুতেই ভোট কেন্দ্রে পৌঁছাতে দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে ভোটাররা কল্যাণী বাইপাসের ধারে অবরোধ করছেন। তাদের অভিযোগ হল তৃণমূল কংগ্রেস এর কর্মী এবং সমর্থকরা তাদের ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতে দিচ্ছেনা।

এছাড়াও ভোট দাতাদের অভিযোগ হল, কিছুতেই শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে দিচ্ছে না তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূলের কর্মী সমর্থকরা বিভিন্ন বুথে চড়াও হয়ে অশান্তি সৃষ্টি করছে। এছাড়াও শান্তিপুর থেকেও বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে বলে সূত্রের খবর।

এমত অবস্থায় এই রকম বিপজ্জনক পরিস্থিতি সামাল দিতেই ঘটনা স্থলে উপস্থিত হয় কুইক রেসপন্স টিম এবং সাথে সাথে কল্যাণীর অন্য একটি বুথ থেকে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। অন্যদিকে কাঁটাগঞ্জে বিজেপি বুথ সভাপতি প্রশান্ত ভট্টাচার্জ এর ওপর দুষ্কৃতীদের হামলার অভিযোগ ওঠে।

প্রশান্তবাবুর কথায়,” এলাকায় আরও কেন্দ্রীয় বাহিনী দরকার। নয়ত তৃণমূলের দুষ্কৃতীদের আটকানো যাবেনা।সকাল থেকেই সন্ত্রাস চলছে এলাকায়।” যদিও এই প্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে কোনও রকম কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।