kamla harris, narendra modi, india pm, corona vaccine, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ করোনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কাছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট নিজেই ফোন করেছিলেন বলে জানা গিয়েছে।

বিপদের দিনে ফের ভারতে পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিল আমেরিকা। এর আগেও আমেরিকার তরফ থেকে ভারতে করোনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিভিন্ন রকমের কাঁচামাল ও আর্থিক সাহায্য করা হয়েছিল। তবে এবার করোনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে কোভিড ভ্যাকসিন দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট তথা ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস।

কোভিড ভ্যাকসিন এর দুটি করে ডোজ পেয়ে গিয়েছেন আমেরিকাবাসী। দুটি করে ডোজ দেওয়ার পরে আমেরিকার সরকারের কাছে এখনো ৭৫ শতাংশ করোনা ভ্যাকসিনের ডোজ মজুদ রয়েছে। মারন রোগ করোনা ভাইরাস এর রাশ টানতে যে দেশগুলি পিছিয়ে রয়েছে, অতিরিক্ত ভ্যাকসিন গুলি সেই দেশ গুলিকে সাহায্য হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাইডেন সরকার। সব মিলিয়ে প্রায় আড়াই কোটি করোনা ভ্যাকসিন ডোজ তারা বন্টন করবে। সেই উদ্দেশ্যেই গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমেরিকার প্রেসিডেন্ট ফোন করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কোভিড ভ্যাকসিন নিয়ে প্রায় দশমিনিট কথোপকথন হয় ভাইস প্রেসিডেন্টের।

আরও পড়ুনঃ সংক্রমণ রুখতে নয়া কৌশল রাজ্যের, করোনামুক্ত গ্রাম তৈরি করলেই ৫০ লক্ষ টাকা পুরস্কার

কমলা হ্যারিসের সঙ্গে কথোপকথন হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই টুইট করে সে কথা জানিয়েছেন। তিনি টুইট করে লিখেছেন, “কিছুক্ষণ আগেই কমলা হ্যারিসের সঙ্গে ফোনে কথা হয়েছে। বিশ্বজুড়ে টিকা বন্টনের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা, যার মধ্যে আমাদেরকেও ভ্যাকসিন দেওয়ার আশ্বাস দিলেন তিনি। পাশাপাশি ভারত-মার্কিন টিকা সহযোগিতা আরও মজবুত করার প্রসঙ্গেও আমাদের মধ্যে আলোচনা হয়েছে। এছাড়াও ভারতকে সাহায্য করার জন্য মার্কিন সরকার, ব্যবসায়ী ও প্রবাসি ভারতীয়দের অনেক ধন্যবাদ জানাই।”

জানিয়ে রাখি, বেশ কয়েকদিন আগে আমেরিকা সফরে গিয়েছিলেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আমেরিকায় এই প্রথম কোন মন্ত্রী পা রাখেন জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর। সেখানে উপস্থিত হয়ে তিনি প্রথম আমেরিকার বিদেশ মন্ত্রকের সঙ্গে বৈঠক করেন। এছাড়াও তিনি মার্কিন প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন। তবে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কোভিড ভ্যাকসিন ও করোনা ভাইরাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মার্কিন সফরে গিয়ে ছিলেন বলে জানা গেছে।