google, google chrome, technology,
Google Chrome ব্যবহার করলেই চরম বিপদ, আগে থেকেই সতর্ক করল কেন্দ্র সরকার | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বর্তমান সময়ে মানুষের জীবনে ইন্টারনেট ছাড়া কোন কাজ সম্পন্ন হয় না। তবে ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রয়োজন ওয়েব ব্রাউজারের। এই ওয়েব ব্রাউজারের কথা উঠতেই সবার প্রথম নামটি উঠে আসে গুগল ক্রোম। যেটি সকল ইন্টারনেট ইউজারদের কাছে একটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার। গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটি সব থেকে বেশি সিকিওর বলে মনে করা হয়।

ওয়েব ব্রাউজার গুগল ক্রোমের নিরাপত্তার মধ্য দিয়েই দেখা গিয়েছে  ভয়াবহ বিপদ সংকেত। অনলাইন কাজকর্ম থেকে শুরু করে পড়াশোনা কিংবা নতুন কিছু তথ্য জানার জন্য প্রত্যেকটি ইন্টারনেট ইউজার গুগল ক্রোম ব্যবহার করে থাকেন। তবে এই ব্রাউজারের মাধ্যমে আপনার তথ্য হাতাতে হ্যাকাররা ফাঁদ পেতে বসে আছে। যার মাধ্যমে খুব সহজেই ইউজারের তথ্য বের করে নিচ্ছে তারা এবং এই গোটা বিষয়টি সামনে আসতেই ইউজারদেরকে সতর্ক করেছে কেন্দ্র সরকার।

কেন্দ্র সরকারের তরফ থেকে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, কেন্দ্র সরকারের কাছে একাধিক গুগল ক্রোম হ্যাক হওয়ার অভিযোগ উঠে এসেছে। যার ফলে গোটা বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের ইন্ডিয়ান কম্পিউটার এজেন্সি। গোটা বিষয়টি তদন্ত করার পর, গুগল ক্রোমে একটি ত্রুটি পাওয়া যায়। যেটির মাধ্যমে অনায়াসে হ্যাকাররা আপনার তথ্য হাতিয়ে নিতে পারে।

এই প্রসঙ্গে অনলাইনে একটি নির্দেশিকা জারি করেছে তথ্যপ্রযুক্তি মন্ত্রকের ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম। নির্দেশিকায় জানানো হয়েছে গুগল ক্রোম ব্যবহারকারীরা হ্যাকারদের হাত থেকে রক্ষা পেতে খুব শীঘ্রই গুগল ক্রোম আপডেট করুন।

গুগলের একাধিক আকর্ষণীয় ফিচার খুব সহজেই ইউজারদের আকৃষ্ট করে যার ফলে বেশীরভাগ মানুষই গুগল ক্রোম ব্যবহার করে থাকেন। প্রতিনিয়ত গুগল ক্রোম ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। তবে বিশেষজ্ঞদের মতে, গুগল ক্রোম নিরাপত্তাহীন হয়ে পড়েছে।

তাই যত শীঘ্রই সম্ভব গুগল ক্রোম আপডেট করুন। পুরনো ভার্সনটিতে ত্রুটি পাওয়া গিয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তথ্যপ্রযুক্তি মন্ত্রকের ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম জানিয়েছে, একটি বিশেষ কোড ব্যবহার করে ইউজারদের তথ্য হাতানোর চেষ্টা করছে হ্যাকাররা। চলতি মাসের শুরুতেই একটি বিপদজনক Chrome-98 সমস্যার সমাধান করেছ গুগল। তবে এই মুহূর্তে গুগল ক্রোম আপডেট করার জন্য সতর্ক করেছে কেন্দ্র সরকার।