পশ্চিমবঙ্গ ডেস্কঃ করোনা পরিস্থিতির মধ্য দিয়েও রাজ্যে চলছে ভোটগ্রহণ পর্ব। রাজ্যের চারটি পৌরনিগমে আজ চলছে ভোট গ্রহণ। সকাল থেকেই বুথে বুথে ভোটারদের লম্বা লাইন। তবে করোনা পরিস্থিতির মধ্য দিয়ে কোভিড বিধি মেনেই চলছে ভোট গ্রহণ পর্ব।
আজ শনিবার আসানসোল, বিধাননগর, চন্দননগর ও শিলিগুড়ি এই চার পৌরনিগমে চলছে নির্বাচন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে ভোট গ্রহণ পর্ব। তবে তার মধ্য দিয়ে ছাপ্পা ভোটের খবর উঠে আসছে। ভোট শুরু হতে না হতেই উত্তেজনার খবর উঠে আসছে বিভিন্ন স্থান থেকে। বর্তমানে বিধান নগর ও আসানসোলে ভোট নিয়ে উত্তেজনা তুঙ্গে।
সকাল থেকে এই ৪ পৌরনিগমে ভোটের হার কোথায় কেমন ? সকাল থেকে বেলা ১১ টা পর্যন্ত আসানসোলে পৌরনিগমে ভোট পড়েছে ৩০.৪২ শতাংশ। এর পাশাপাশি বিধান নগরে ভোট পড়েছে ২৯.৮১ শতাংশ। অন্যদিকে চন্দননগরে ভোট পড়েছে ২৫.৬৯ শতাংশ এবং শিলিগুড়িতে সকাল এগারোটা পর্যন্ত ভোটের হার ২৮.০৭ শতাংশ। ভোটগ্রহণের দিক থেকে তুলনামূলকভাবে আসানসোল সবথেকে এগিয়ে রয়েছে।
চার পৌরনিগমে ভোট গ্রহণের জন্য ৯ হাজার বাহিনী মোতায়েন করা হয়েছে। যার মধ্যে সাড়ে আট হাজার বাহিনী বুথ নিরাপত্তার দায়িত্বে রয়েছে। বাকি ৫০০ বাহিনী নাকা চেকিং ও কুইক রেসপন্স টিম এর দায়িত্বে রয়েছে। সকাল সাতটা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে এবং তা চলবে বিকাল ৫ টা পর্যন্ত। আগামী ১৪ ই ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। ছাপ্পা ভোট এড়াতে প্রতিটি বুতে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।