পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- করোনা মোকাবিলায় মানুষের পাশে দাঁড়াতে ফের অভিনব উদ্যোগ নেওয়া হল ভারতীয় রেলের পক্ষ থেকে। রেল স্টেশনের ওয়েটিং রুমকে বদলে ফেলা হলো মেডিসিন সেন্টারে। ইন্ডিয়ান রেলওয়েজ স্টেশন ডেভেলপমেন্ট কর্পোরেশন এর সাথে দক্ষিণ-মধ্য রেলওয়ে একটি নতুন উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগে সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশনে একটি মেডিকেল রুম কাম জেনেরিক মেডিসিন আউটলেট চালু করা হয়েছে। এটিকে নাম দেওয়া হয়েছে ‘দাভা দোস্ত।’
এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দ্রুত রেলযাত্রীদের পরিষেবা প্রদান করার জন্য। তাছাড়া সাধারণ মানুষও এই পরিষেবা ব্যবহার করতে পারবে। ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে রেলযাত্রীদের কম মূল্যে ওষুধ দিতে এবং তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে। সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের ওয়েটিং হলকে বদলে ফেলা হয়েছে নতুন মেডিকেল আউটলেটে।
সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশনের ডিভিশনাল ম্যানেজার অভয় কুমার গুপ্ত এই আউটলেটর উদ্বোধন করেন। দাভা দোস্ত ফার্মা প্রাইভেট লিমিটেডের একটি ওষুধের স্টল এখানে তৈরি করা হয়েছে এবং সাথে সাথে একজন ডাক্তার সব সময় এখানে উপস্থিত থাকবেন। এখানে বিক্রি হওয়া ওষুধ পাওয়া যাবে অনেক কম দামে। জানা যাচ্ছে ৮০ শতাংশ পর্যন্ত ওষুধের দামে ছাড় মিলতে পারে।
এই আউটলেট উদ্বোধন করার পর অভয় কুমার গুপ্ত করোনা মোকাবিলায় ব্যবহৃত কিট রেলওয়ে কর্মচারীদের এবং প্যাসেঞ্জারদের বিলি করেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই উদ্যোগের প্রশংসা করছেন অনেকেই।
সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, যদি এই আউটলেটটি সফলতা পায় তাহলে আগামী দিনে বিভিন্ন স্টেশনে এই পরিষেবা চালু করার কথা ভাবছে ভারতীয় রেল। বেশিরভাগ স্টেশনে এই পরিষেবা উপলব্ধ থাকলে অনেক সুবিধা হবে রেলওয়ের যাত্রীদের। করোনা মোকাবিলায়ও এই পরিষেবা অনেক সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।