পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- দক্ষিণবঙ্গ থেকে মান্দাসের প্রভাব কেটে যেতেই স্বমহিমায় ব্যাটিং শুরু করল শীত। একদিনের মধ্যেই এক ধাক্কায় ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমল কলকাতা ও তার আশেপাশে অঞ্চলের। আগামীকাল থেকে তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে। গত পরশুদিনের তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস থেকে এক রাতের ভিতরে কমে কাল রাতে তাপমাত্রা সর্বনিম্ন ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যদিও এই তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
কিন্তু আবহাওয়াবিদদের ধারণা মঙ্গলবারের মধ্যেই তাপমাত্রা স্বাভাবিকের কোঠায় চলে আসবে। পূর্বাভাস অনুযায়ী আগামী ১৫ই ডিসেম্বরের মধ্যে তাপমাত্রা আরো কমতে থাকবে। গতকাল দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। মান্দাস ঝড়ের প্রভাব সরাসরি বাংলাতে না পড়লেও ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর জলীয়বাষ্প ঢুকেছিল বাংলার আকাশে। যার ফলে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বৃদ্ধি পেয়েছিল।
রবিবার বিকেলের পর থেকে সেই জলীয় বাষ্প সরে যাওয়ার সাথে সাথেই হু হু করে নামতে শুরু করেছে তাপমাত্রা পারদ। তার সঙ্গে ঢুকতে শুরু করেছে উত্তরে বাতাস যার ফলে আগামী ৪৮ ঘণ্টায় পারদ আরো নিচে নামার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলা গুলি তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকতে পারে বলে জানা গেছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্ব অনুযায়ী দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী ৪৮ ঘন্টায় ২ থেকে ৩ ডিগ্রি নামতে পারে তবে এখনই জাঁকিয়ে কনকনে ঠান্ডা পড়ার কোন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের আবহাওয়াও মোটামুটি স্বাভাবিক থাকবে বলে জানা গিয়েছে।