পশ্চিমবঙ্গ ডেস্কঃ কলকাতার আকাশ জুড়ে অবস্থান করেছে কালো মেঘ। রাজ্যে দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টির দেখা না মিললেও প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। তবে আজ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।
পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বিগত কয়েকদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। ইতিমধ্যেই উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে ধসের চিত্র উঠে এসেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ ফের প্রবল বৃষ্টিতে ভিজতে চলেছে উত্তরবঙ্গ। তিনটি জেলায় ইতিমধ্যে কমলা সর্তকতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় বিভিন্ন স্থানে ধস নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এছাড়াও নদীর জল রাশি বৃদ্ধি পেয়ে বন্যার রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আজ কলকাতার (Weather) আবহাওয়া:
আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৩ শতাংশ। গতকালের তুলনায় আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে।
আজ উত্তরবঙ্গের (Weather) আবহাওয়া:
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আজ দক্ষিণবঙ্গের (Weather) আবহাওয়া:
দক্ষিণবঙ্গে তেমন প্রবল বৃষ্টির পূর্বাভাস না থাকলেও কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।