পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ রাজ্য কাপছে কনকনে ঠান্ডায়। গতকালের তুলনায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা আজ খানিকটা বাড়লেও তা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস কমই রয়েছে। নতুন বছর পরার পর থেকেই তাপমাত্রা একটু একটু করে কমছিল। যা গতকাল আবার একটু বাড়লো। তবে আপাতত শীতের এই দাপট বেশ কিছুদিন স্থায়ী হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দেখে নিন কেমন থাকবে আজকের(৭ই জানুয়ারি ২০২৩) আবহাওয়া –
আজকের আবহাওয়া
সর্বোচ্চ তাপমাত্রাঃ ২২.৭ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রাঃ ১২ ডিগ্রি সেলসিয়াস
জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণঃ ৭৭ শতাংশ
জলীয়বাষ্পের সর্বনিম্ন পরিমাণঃ ৬৪ শতাংশ
বৃষ্টিপাতঃ সম্ভাবনা একদমই নেই
হওয়ার গতিবেগঃ ২.৪ কিমি/ ঘন্টা
সূর্যোদয়ঃ সকাল ৬টা ১৮মি
সূর্যাস্তঃ সন্ধ্যা ৫টা ০৮মি
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের প্রায় শৈত্য প্রবাহের মতো অবস্থা। গতকাল বরফ পড়েছে দার্জিলিংয়ে। উপস্থিত পর্যটকরা চুটিয়ে উপভোগ করেছে দার্জিলিংয়ের আবহাওয়া। দু-এক জেলায় ঘন কুয়াশার পূর্বভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তা বাদে অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। সকালের দিকে আকাশ মেঘলা থাকবে এবং পরে আকাশ পরিস্কার হয়ে রোদ উঠবে। আপাতত উত্তরবঙ্গের তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে পার্বত্য জেলাগুলিতে কোথাও কোথাও তাপমাত্রা ০ ডিগ্রি বা তার নিচেও নামতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গও কাঁপছে শীতের দাপটে। কলকাতার তাপমাত্রা গতকালের তুলনায় সামান্য বাড়লেও তা স্বাভাবিকের নিচেই রয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া আজ সারাদিন শুষ্কই থাকবে। কোথাও কোন বৃষ্টির সম্ভাবনা নেই। সারাদিন ধরে হালকা হাওয়া চলবে কলকাতা ও তার পার্শববর্তী জেলাগুলিতে। যার ফলে ঠান্ডার কামড় আরো তীব্র মনে হচ্ছে। কলকাতা বাদে আশেপাশের জেলাগুলির তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আরো ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সাতদিন গোটা বাংলা জুড়ে এইরূপ আবহাওয়া বজায় থাকবে। সেই সাথে তাপমাত্রার আরও পতন ঘটতে পারে। তারপর দুটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রার সামান্য উত্থান ঘটবে। আপাতত কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা না থাকলেও দার্জিলিংয়ে আবারো তুষারপাত ঘটতে পারে। এক সপ্তাহ পর থেকে তাপমাত্রা উত্থান হলেও গোটা জানুয়ারি মাস জুড়েই কন কনে শীতের আমেজ বজায় থাকবে গোটা বাংলায়।