সুব্রত ঠাকুর, subrata thakur, ishata thakur, ঈশিতা ঠাকুর
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট দোরগোড়ায়। ইতিমধ্যে মঙ্গলবার সকালে ১৩ টি আসনে বিজেপি দলীয় প্রার্থীর নাম ঘোষনা করলেন। এবার গাইঘাটা কেন্দ্রের আসনে নাম রয়েছে ঠাকুরনগরের মতুয়া বাড়ির অন্যতম উত্তরাধিকারী সুব্রত ঠাকুরের।

সুব্রত ঠাকুর হলেন মতুয়া মহাসঙ্ঘের বড়মা বীণাপাণি দেবীর বড় নাতি। সুব্রত বাবুর বাবা হলেন মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। সুব্রত বাবুর বাবা একসময় তৃণমূলের সাংসদ ছিলেন। এছাড়াও বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর হলেন সুব্রত ঠাকুরের দাদা।

সুব্রত ঠাকুর এবার গেরুয়া শিবিরের হয়ে টিকিট পেয়েছেন গাইঘাটা কেন্দ্রে। সেই খুশিতে সুব্রত ঠাকুরের স্ত্রী ঈশিতা ঠাকুর নেট মাধ্যমেই সুব্রত বাবুর হয়ে প্রচার শুরু করেছেন। ঈশিতা ঠাকুর বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন।অস্ট্রেলিয়াতে ‘রেভিনিউ অ্যানালিস্ট’ হিসেবে কর্মরত ঈশিতা ঠাকুর। তিনি জানিয়েছেন, ” এখনো কোভিড সংক্রমণের কারণে অস্ট্রেলিয়া থেকে বিমান যাতায়াত বন্ধ রয়েছে। তাই ইচ্ছে সত্বেও আমি ভোটের সময় যেতে পারছি না। তবে নেট মাধ্যমে ভিডিও পোস্ট করে সুব্রতের জন্য প্রচার করব।”

এছাড়াও তিনি প্রায় আড়াই মিনিটের একটি ভিডিওতে জানিয়েছেন, ‘আসন্ন বিধানসভা ভোটে গাইঘাটা কেন্দ্র থেকে সুব্রত ঠাকুর জয়ী হলে আমি অনেক কিছু ভেবে রেখে দিয়েছি আপনাদের জন্য। গাইঘাটা কেন্দ্র থেকে জয়ী হলে আমি সেই সব কাজ করতে পারবো আপনাদের জন্য” এছাড়াও তিনি জানিয়েছেন, ‘এবারের ভোটযুদ্ধে সুব্রত ঠাকুরের প্রচারে নিজের ভার্চুয়াল উপস্থিতি রাখতে চাইছি। ২০১৫ পুনরাবৃত্তি এবার চায়না।”

সুব্রত ঠাকুরের স্ত্রী ঈশিতা ঠাকুর ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে নেট মাধ্যমে। তিনি আরো জানিয়েছেন তিনি সশরীরে এখানে উপস্থিত হতে না পারলেও নেট মাধ্যমে আরো ভিডিও করে পোস্ট করবেন তিনি।

২০১৫ বনগাঁ লোকসভা উপনির্বাচনে প্রথমবার বিজেপির প্রার্থী হিসেবে সুব্রত ঠাকুর লড়াই করেন। কিন্তু সেই যুদ্ধে মমতা বালা ঠাকুর এর কাছে পরাজিত হন। সেসময় ঈশিতা ঠাকুর অস্ট্রেলিয়াতেই ছিলেন। কিন্তু তার এমন উদ্যোগ আগে কখনো দেখা যায়নি। বিধানসভা ভোটের আগেই স্বামীর টিকিট পাওয়ায় আনন্দিত ঈশিতা। তিনি বর্তমানে এখানে উপস্থিত না হলেও মাঠে নেমেছেন নেট দুনিয়ায়।