ওয়েব ডেস্কঃ- রাজ্যে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস আগে থেকেই দিয়েছিল আবহাওয়াবিদরা। উত্তরে হাওয়ার দাপটে শীতের আমেজ হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলার মানুষ। এক ধাক্কায় তাপমাত্রা কমলো 7 ডিগ্রি এর কাছাকাছি। শুক্রবার সকাল থেকে কুয়াশার চাদর সরে যেতেই তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। হাড় কাঁপানো শীত পাওয়া যাবে এবার। এখনো তাপমাত্রার পারদ নিচে নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
শীতের আমেজ বেশ ভালোই পাচ্ছে বাংলার মানুষ। ‘কনকনে ঠাণ্ডায় চায়ের কাপে আলতো চুমুক’ সত্যি এটা শুধু চা প্রেমীরা জানে। শীতের আমেজ টাকে খুব ভালোভাবে উপভোগ করার জন্য ভ্রমন প্রিয় মানুষরা ইতিমধ্যে ভ্রমণে বেরিয়ে পড়েছে।
কার্শিয়াং, সন্দাকাফু, দার্জিলিং, গ্যাংটক, এই সমস্ত পাহাড়ি অঞ্চল গুলিতে আস্তে আস্তে জমায়েত বাড়ছে মানুষের। সমতলের চেয়ে পাহাড়ি এলাকাই তাপমাত্রার পরিমান অনেক কম। কার্শিয়াংঃ সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে। সান্দাকাফুঃ সর্বোচ্চ তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা জিরো -৩ সেলসিয়াস এর আশেপাশে। দার্জিলিংঃ সর্বোচ্চ তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে। গ্যাংটকঃ সর্বোচ্চ তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা 4 ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে।
আজকের আবহাওয়া
গতকালের তুলনায় আজকে আবহাওয়া অনেকটাই পরিবর্তন ঘটেছে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। আজ বাতাসে আদ্রতার পরিমাণ 68 শতাংশ ।
শুক্রবার থেকে বঙ্গে যে হাড় কাঁপানো ঠান্ডা পড়বে তার পূর্বাভাস আগে থেকে জানিয়ে দিয়েছিলেন আবহাওয়াবিদরা। তারা জানিয়েছে জাঁকিয়ে শীত পড়া এখনও বাকি রয়েছে। উত্তরে হাওয়ার দাপট দেখানো শুরু করে দিয়েছে। বাঙ্গালীদের তো এটাই উপযুক্ত সময় পিঠে পুলি পায়েস খাওয়ার।