পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ নতুন বছর পড়তেই শীত তার নতুন করে ইনিংস খেলতে শুরু করেছে। এ মরসুমের শীতলতম দিন আজ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বছরের নতুন সপ্তাহের মাঝামাঝি থেকেই তাপমাত্রা নিচে নামতে শুরু করেছিল। আজ কলকাতা ও তার আশেপাশের জেলাগুলির তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকবে। সেই সঙ্গে প্রবল কুয়াশার আধিক্যও দেখা দিয়েছে। দেখে নেওয়া যাক আজ বুধবার (৫ই জানুয়ারি ২০২৩) কেমন থাকবে রাজ্যের আবহাওয়া –
আজকের আবহাওয়া
সর্বোচ্চ তাপমাত্রাঃ ২১.৬ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রাঃ ১২.৭ ডিগ্রি সেলসিয়াস
জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণঃ ৮৪ শতাংশ
জলীয়বাষ্পের সর্বনিম্ন পরিমাণঃ ৭৪ শতাংশ
বৃষ্টিপাতঃ সম্ভাবনা একদমই নেই
হওয়ার গতিবেগঃ ৩.৬ কিমি/ ঘন্টা
সূর্যোদয়ঃ সকাল ৬টা ১৭মি
সূর্যাস্তঃ সন্ধ্যা ৫টা ০৬মি
উত্তরবঙ্গের আবহাওয়া
গোটা উত্তরবঙ্গ শীতে জবুথবু অবস্থা। উত্তরবঙ্গ জুড়ে হানা দিয়েছে প্রবল কুয়াশা। দিনের বেলায় বিশেষত সকালের দিকে আকাশ মেঘলা ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে যাবে। এই মুহূর্তে উত্তরবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বর্তমানে উত্তরবঙ্গের তাপমাত্রা গড়ে ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। তবে দার্জিলিং ও কালিম্পং জেলার কোথাও কোথাও তাপমাত্রা ০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে চলবে অত্যাধিক শীতের দাপট। দিনের বেলায় হালকা হাওয়া চলার কারণে শীত আরো বেশি করে অনুভূত হবে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ১৩ ডিগ্রি থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আজ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে সকালের দিকে ব্যাপক কুয়াশা পড়েছে। কলকাতার আশেপাশে জেলাগুলিতে রাতের দিকেও হালকা শিশির পড়বে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরো ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে।
আগামীকালের আবহাওয়া
আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে আগামীকালও তাপমাত্রা একই থাকবে। সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা আরও নামতে পারে। আপাতত গোটা বাংলা জুড়েই শীতের দাপট বজায় থাকবে। উত্তরবঙ্গে সকালের দিকে ঘন কুয়াশা দেখা যাবে। দক্ষিণবঙ্গেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে এবং রাতে শিশির পড়বে। গোটা বাংলা জুড়েই আপাতত কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।