bank closed, bank news
আগামী সপ্তাহে ৫ দিনই ব্যাংকে থাকছে ছুটি, কবে কবে পাবেন পরিষেবা জেনে নিন

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- যতই ব্যাংকের শাখা, এটিএম, অনলাইন ব্যাংকিং এর ব্যবহার বাড়ুক, ব্যাংকের লম্বা লাইন কোনদিনই কমার নয়। তাই ব্যাংকে খুব কমই সাধারণত ছুটি থাকে। কিন্তু নতুন বছর পড়তেই জানুয়ারি মাসে রয়েছে এক লম্বা ছুটির তালিকা। তাই আপনারা যদি আগামী সপ্তাহে কোন জরুরী কাজে ব্যাংকে যেতে চান তবে একবার এই প্রতিবেদনটি দেখে নিন।

আগামী সপ্তাহে প্রায় ৫ দিনই দেখা যাচ্ছে ছুটি থাকবে ব্যাংক। যদিও RBI এর সিদ্ধান্ত অনুসারে রাজ্যের কোনো না কোনো জায়গায় কোন না কোন শাখা খোলা থাকবে।

আগামী সপ্তাহে যেই যেই দিন ব্যাংক বন্ধ থাকবে সেগুলির তালিকা নিচে দেওয়া হল –

২৩ জানুয়ারী, ২০২৩ (সোমবার) নেতাজি সুভাষ চন্দ্র বসু জয়ন্তীতে আসাম ও পশ্চিমবঙ্গে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

২৫ জানুয়ারী, ২০২৩ (বুধবার) হিমাচল প্রদেশের রাজ্য দিবস থাকার কারণে সেখানে ব্যাংক ছুটি থাকবে।

২৬ জানুয়ারী, ২০২৩ (বৃহস্পতিবার) প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৮ জানুয়ারী, ২০২৩ (চতুর্থ শনিবার) মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার সর্বদাই ব্যাংক ছুটি থাকে।

২৯ জানুয়ারী, ২০২৩ (রবিবার) রাজ্যজুড়ে রবিবার সর্বত্র ব্যাংক ছুটি থাকে।

মূল ব্যাংক সহ ব্যাংকের সমস্ত শাখা প্রশাখা এই দিনগুলিতে বন্ধ থাকবে। তাই কোন মানুষ প্রয়োজনে অনলাইন পরিষেবা গ্রহণ করতে পারে। অনলাইনে দিন-রাত সর্বত্রই টাকা তোলা জমা দেওয়া ইত্যাদি চলতে থাকবে।