পশ্চিমবঙ্গ ডেস্কঃ পাঞ্জাব দখলের পর এবার আম আদমি পার্টি নিশানায় পশ্চিমবঙ্গ। আজই কলকাতায় পদার্পণ যাত্রা আম আদমি পার্টির। বঙ্গে যে তারা তাদের ভিত শক্তপোক্ত করতে চলেছে তা একটি কর্মসূচির মাধ্যমে আগে থেকেই জানানো হয়েছিল। কিন্তু আপের এই আগমন সঠিকভাবে নিতে পারছে না বঙ্গের শাসক দল। আম আদমি পার্টির বিরুদ্ধে উল্টো সুর শোনা গেল পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম এর গলায়।
গতকাল শনিবার, পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমকে আম আদমি পার্টির কথা উল্লেখ করে প্রশ্ন করা হয়। কিন্তু তার জবাবে তিনি আম আদমি পার্টির কথা উল্লেখ না করে বলেন, “কংগ্রেসের যে আর লড়াই করার ক্ষমতা নেই তা তো প্রমাণ হয়েছে। আর বিজেপিকে রুখতে যে একমাত্র ভরসা মমতাই তাও প্রমাণ হয়েছে একুশের বিধানসভা নির্বাচনে। এখন সব আঞ্চলিক রাজনৈতিক দলের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তাঁকে বিজেপি বিরোধী লড়াইয়ের জন্য শক্তি যোগানো।”
কলকাতার মেয়র ফিরাদ হাকিমের এহেন মন্তব্যের জবাবে পশ্চিমবঙ্গ আম আদমি পার্টির পর্যবেক্ষক সুজয় বসু জানিয়েছেন, ” উনি ওঁর দলের কথা বলেছেন। আমরা বাংলায় গিয়ে আমাদের কথা বলব। মানুষ গ্রহণ করলে, আমরা বাংলায় থাকব। না গ্রহণ করলে থাকব না।” এছাড়াও তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গের ভোটে বিজেপির বিরুদ্ধে ৪৮ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল। আর আমরা পঞ্জাবে ৫১ শতাংশ ভোট পেয়েছি। তাই মনে রাখতে হবে, বাংলার সংখ্যাগুরু মানুষ কিন্তু তৃণমূলের বিরুদ্ধেই।”
প্রসঙ্গত, গত শুক্রবার বাজেট পেশ করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পেশ করা বাজেটের সমালোচনা করে বিবৃতি দেয় আম আদমি পার্টি। সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ঋণে জর্জরিত সরকার বলে কটাক্ষ করা হয়েছে। এছাড়াও সমাজকল্যাণ প্রকল্প ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি না করা নিয়েও প্রশ্ন তোলা হয়। গ্রামীণ অর্থনীতির উন্নয়নেও যে কোন প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি তার কথা উল্লেখ করা হয়েছে ওই বাজেটে।
জানিয়ে রাখি, জাতীয় রাজনীতিতে এতদিন পর্যন্ত কেজরিওয়ালের সঙ্গে হাতে হাত মিলিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতায় অবতীর্ণ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর গলায় একাধিকবার কেজরিওয়ালের প্রশংসা শোনা গিয়েছে। তবে পাঞ্জাব দখলের পর এবার যে কেজরিওয়ালের দল বাংলা দখলের পদযাত্রা শুরু করেছে তা সঠিকভাবে মেনে নিতে পারছে না তৃণমূল কংগ্রেস। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কথাতেই তা স্পষ্ট হয়ে গিয়েছে।