election, west bengal election, নির্বাচনী ভোট, বিধানসভা ভোট
ছবিঃ নিজস্ব সংবাদ দাতা

পশ্চিমবঙ্গ ডেস্কঃ আজ ২২ শে এপ্রিল বৃহস্পতিবার রাজ্যে ষষ্ঠ দফার ভোট গ্রহণ পর্ব চলছে। আজ উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান ও উত্তর দিনাজপুর এই ৪ টি জেলায় মোট ৪৩ টি আসনে ভোটগ্রহণ হবে।

করোনা আবহের মধ্য দিয়েই শুরু হয়ে গিয়েছে ষষ্ঠ দফার ভোট গ্রহণ পর্ব। তারই মধ্য দিয়ে বিভিন্ন স্থান থেকে উঠে আসছে অশান্তির খবর। একের পর এক অভিযোগ উঠে আসছে শাসক দল ও বিরোধী দলের বিরুদ্ধে।

ষষ্ঠ দফার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হওয়ার আগেই গতকাল বিভিন্ন স্থানে বোমা বাজি এর খবর পাওয়া গিয়েছে। আমডাঙার সাধনপুর গ্রাম পঞ্চায়েতের রাহানা ১ নম্বর এলাকায় গতকাল রাত থেকেই দফায় দফায় বোমা ফাটানো হয়েছে বলে উঠে এসেছে খবর। এছাড়াও গতকাল রাতে নদীয়ার নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে বিজেপির যুব মোর্চার কার্যালয়ে হামলা ও কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। তবে অভিযোগের তীর ঘাসফুল শিবিরের দিকেই।

এই ঘটনায় জানা গিয়েছে, নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের ২ বিজেপি কর্মী আহত। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে আজ ষষ্ঠ দফার দিনেও উত্তপ্ত দমদম উত্তর বিধানসভা কেন্দ্র। দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের ফতুল্লাপুর ৭৬ নম্বর এবং ৭৭ নম্বর বুথে বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জানা গেছে পরবর্তীতে দমদম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার বুথে গিয়ে এজেন্টদেরকে বসিয়ে দেন।

অন্যদিকে অভিযোগের তীর বিজেপির দিকেই। বীজপুর বিধানসভা কেন্দ্রের কাঁচরাপাড়া ২০ নম্বর বুথে জমায়েতে ঘিরে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এক ঘাস ফুল কর্মীকে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল পদ্ম শিবিরের বিরুদ্ধে।