পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- রাজ্যে যখন ঘূর্ণিঝড় ‘ইয়াস’ নিয়ে প্রস্তুতি তুঙ্গে ঠিক তখনই গঙ্গার বুকে দেখা মিলল টর্নেডোর। আজ বিকেল বেলা গঙ্গা সংলগ্ন হালিশহর, ব্যান্ডেল, চুঁচুড়ায় হঠাৎ শুরু হয় ঝড়। প্রায় অনেকেই এই ঝড়টিকে ক্যামেরাবন্দি করেছেন এবং সেখান থেকে পাওয়া চিত্রে দেখা যাচ্ছে যে ঝড়টি টর্নেডোর আকার নিয়েছিল।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে সাংবাদিকদের বলেন “হালিশহরে একটা দেড় মিনিটের টর্নেডো হয়েছে। হালিশহরের চল্লিশটা বাড়ি আংশিকভাবে ভেঙে গিয়েছে। চুঁচুড়াতেও কিছু সময়ের জন্য হয়েছে টর্নেডো। সেখানে ইলেকট্রিক শকে মারা গিয়েছেন দুইজন মানুষ। সেখানেও প্রায় চল্লিশটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।”
বিস্তারিত আসছে……
দেখুন ভিডিওঃ-