higher secondary examination, Bhangar High School, উচ্চমাধ্যমিক পরীক্ষা, ভাঙড় বয়েজ হাইস্কুল
পরীক্ষার হলে টুকতে বাধা দেওয়ায় তুমুল বিশৃঙ্খলা ভাঙড় বয়েস স্কুলে, শেষে চলে পুলিশের লাঠিচার্জ

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠলো ভাঙ্গর। ভাঙড় বয়েজ হাইস্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল পার্শ্ববর্তী স্কুল কাঁঠালবেড়িয়া হাইস্কুলের ছাত্রদের। তাদের অভিযোগ বৃহস্পতিবার পরীক্ষা দিতে গিয়ে তারা বেশ অসুবিধার সন্মুখীন হয়। তারা সেকথাই হেড মাস্টারকে জানাতে গিয়েছিল। কিন্তু তাদের কথা তো শোনা হয়ই না, উল্টে তাদের উপর পুলিশ লাঠি চার্জ করে।

তবে স্কুল সূত্রে অবশ্য শোনা যাচ্ছে অন্য কথা। ভাঙ্গর বয়েজ স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কাঁঠালবেড়িয়া হাইস্কুলের কয়েকজন ছাত্র নকল করছিল। তাদের নকল করতে বাধা দেয় পরীক্ষার রুমে উপস্থিত শিক্ষকরা। এই থেকেই ঘটনার সূত্রপাত হয়।

নকল করতে না পেরে ওই শিক্ষকদের উপর চড়াও হয় ছাত্ররা। স্কুলের মধ্যে গন্ডগোল পাকিয়ে উঠলে ওই স্কুলে সিট পড়া অন্য স্কুলের ছাত্ররা বাধা দিতে যায়। যার ফলে দুই স্কুলের ছাত্রদের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করেই বিশৃঙ্খলা ছড়িয়েছে এলাকায়।

ঘটনার জেরে পরীক্ষার শেষে বিকেল বেলায় উত্তাল হয়ে ওঠে গোটা ভাঙ্গড় বয়েজ হাইস্কুল চত্বর। কেন তাদের উপর পুলিশ বিনা প্ররোচনায় লাঠি চালানো তার কারণ জানতে চেয়ে বিক্ষোভে ফেটে পড়ে কাঁঠালবেড়িয়া হাইস্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। ছাত্ররা অভিযোগ জানায় যে, পুলিশের লাঠিচার্জের কারণ সম্পর্কে তারা কিছুই জানেনা।

বিক্ষোভরত পরীক্ষার্থীরা বলছে, পরীক্ষা দিয়ে বাইরে বের হতেই পুলিশ নির্বিচারে তাদের উপর লাঠি চালায়। এমনকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় তাদের। লাঠিচার্জের ঘটনায় বেশ কয়েকজন পরীক্ষার্থী আহত হয়েছে বলেও তারা অভিযোগ জানায়। পরবর্তীতে ভাঙ্গড় থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে স্কুল চত্বর ঘিরে ফেলে। পুলিশ যাওয়ার কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।