firhad hakim, priyadarshini hakim, narada, bjp, tmc,
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বাবাকে বিজেপিতে যোগদান দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল তবুও বাবা বিজেপিতে যোগ দেননি, যার কারণেই বাবা কে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করলেন কলকাতার পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের বড় কন্যা প্রিয়দর্শিনী হাকিম।

নারদা কান্ডের জেরে সোমবার সিবিআই গ্রেফতার করে ফিরহাদ হাকিম সহ আরও তিন নেতাকে। বাবা জেলে থাকায় সম্পূর্ণ দায়িত্বভারটা প্রিয়দর্শিনীর হাতেই এসে পড়েছে। যার কারণে সব দিকেই দেখতে হচ্ছে তাকে। এবার বাবার গ্রেফতারের বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ফিরহাদ হাকিমের বড় কন্যা প্রিয়দর্শনী হাকিম।

firhad hakim, priyadarshini hakim, narada, bjp, tmc,
ছবি – সংগৃহীত

প্রিয়দর্শিনী বলেন, “যারা বিজেপিতে যোগ দেননি শুধু তাদেরকে গ্রেপ্তার করছে সিবিআই। বাবাকেও বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল।” জানা গিয়েছে একুশের বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগদান করার জন্য ফিরহাদ হাকিমকে চাপ দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ হাসপাতাল থেকে টুইট করে “বিজেপি ও সিবিআই কে ধন্যবাদ” জানালেন মদন মিত্র

পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের বড় কন্যার অভিযোগ, “সিবিআই বিজেপির তোতা পাখি। বিজেপিতে যোগদান করলে তুমি গ্রেফতার হবে না। আর তুমি যদি বিজেপিতে যোগদান না করো তাহলে তোমায় জেলে থাকতে হবে। আমার বাবাকেও বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। বাবা বিজেপিতে যোগ না দেয়ায় সিবিআই দিয়ে গ্রেপ্তার করা হয়েছে।”

firhad hakim, priyadarshini hakim, narada, bjp, tmc,
চিত্র- সংগৃহীত

এছাড়াও প্রিয়দর্শিনী আরও বলেন, “যারা আজ বিজেপি যোগদান করেননি তাদেরকে গ্রেফতার করা হয়েছে। যারা বিজেপিতে যোগদান করেছেন তাদেরকে গ্রেফতার করা হয়নি।” তবে ফিরহাদ হাকিমের বড় মেয়ের এই বিস্ফোরক মূলক অভিযোগ সত্যি কিনা সে বিষয়ে ইতিমধ্যে চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুনঃ করোনা আবহে ১২৫০ কোটি টাকার রিলিফ প্যাকেজের ঘোষণা রাজ্য সরকারের

এছাড়াও ফিরহাদ হাকিমের এই গ্রেফতারের বিষয়ে গতকাল তার বড় কন্যা বলেছিলেন, “এটা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ষড়যন্ত্র। গণতান্ত্রিকভাবে বাংলায় নির্বাচনে জিততে না পারায় শাসকদলের সবচেয়ে জনপ্রিয় নেতাদেরকেই গ্রেপ্তার করছে। আর এদিকে রাজ্যে অশান্তি সৃষ্টি করে, রাষ্ট্রপতি শাসনের ফাঁদ তৈরি করছে।”