আবহাওয়ার খবরঃ এখনই পিছু ছাড়ছে না বর্ষা। দশমী থেকে ফের রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের আশঙ্কা করা যাচ্ছে। দক্ষিণ চীন সাগর থেকে সৃষ্ট হওয়া ঘূর্ণবাত বঙ্গোপসাগরের উপরে এসে অবস্থান করায় আগামী শুক্রবার থেকে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানা যাচ্ছে।
আগামী সোমবার অর্থাৎ ষষ্ঠীর দিনে রাজ্যজুড়ে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মঙ্গলবার সপ্তমীর দিন দক্ষিণ ২৪ পরগনা জেলার দক্ষিণাংশে কিছুটা বৃষ্টিপাত হলেও বাকি জেলাগুলিতে বৃষ্টিপাত এর কোনও পূর্বাভাস নেই।
অষ্টমীর দিন সকাল বেলা থেকেই কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এইদিন অতি ভারী বৃষ্টিপাত না হলেও বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
নবমীর দিন পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
তবে দশমীর দুপুর বেলা থেকেই দক্ষিণ চীন সাগর থেকে সৃষ্ট হওয়া ঘূর্ণবাত গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণবঙ্গ দিয়ে প্রবেশ করবে বাংলায় এবং এই নিম্নচাপ এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের মুখ দেখবে গোটা বাংলা।
আগামী শুক্রবার অর্থাৎ দশমীর দিন অতি ভারী বৃষ্টিপাতে সূচনা হলেও এই দুর্যোগ চলবে তিন দিন ধরে। অর্থাৎ রবিবার পর্যন্ত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া গিয়েছে।
আজকের আবহাওয়ার খবরঃ-
আজ গোটা বাংলা জুড়ে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে রাজ্যের বিভিন্ন স্থানে আকাশ থাকতে পারে মেঘলা। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৭৩ শতাংশ।
আগামীকালের আবহাওয়ার খবরঃ-
আগামীকাল মহাপঞ্চমীর দিনে পশ্চিমবঙ্গে কোন রকম বৃষ্টিপাত হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। সুতরাং আগামীকাল ছুটির দিনে মা দুর্গাকে প্যান্ডেলে দেখতে মানুষের ভিড় বাড়বে বলেই আশা করা হচ্ছে।