আজকের আবহাওয়া, আবহাওয়া, বৃষ্টির খবর, today weather, today weather news
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। বিগত বেশ কয়েকদিন ধরে গরমে নাজেহাল বাংলার মানুষ। বৃষ্টির জন্য চাতকের মতো আকাশ পানে চেয়ে রয়েছে বঙ্গবাসী। সবে বঙ্গে বিধানসভা নির্বাচন ভোট সম্পন্ন হয়েছে। ভোটের মধ্য দিয়ে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস থাকলেও তেমন স্বস্তির বৃষ্টির দেখা মেলেনি।

ক্রমেই বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। এবার স্বস্তি ফিরিয়ে আসতে চলেছে বৃষ্টি, এমনটাই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, চলতি মাসে আর কোন ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই। তবে মে মাসের শুরুতেই ঘটবে বৃষ্টির আগমন।

আগামী রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অপেক্ষা মাত্র আর কিছু ঘন্টার, তারপরে ধেয়ে আসতে চলেছে কালবৈশাখী।

আজকের (Weather) আবহাওয়াঃ
আজ শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৫৫ শতাংশ। সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে বেলা গড়াতেই তাপমাত্রা আরো বাড়বে বলে জানা গিয়েছে।

today weather news, weather news, weather, আবহাওয়া, আজকের আবহাওয়া
ছবি- সংগৃহীত

আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এই অঞ্চলগুলিতেও। রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এছাড়াও আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।