weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
আগামী ২-৩ ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে এই ৬ টি জেলা, আজকের আবহাওয়া | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় ধাপে ধাপে বৃষ্টি হয়ে চলেছে। বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হলেও মিলছে না স্বস্তি। বাড়ছে গরম। তবে এবার এই গরমের হাত থেকে রেহাই মিলবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে উত্তরবঙ্গের অধিকাংশ জেলা। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বাতাসের সঙ্গে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে। আর সেই জন্যই শুরু হয়েছে বঙ্গের আকাশ জুড়ে মেঘের আনাগোনা।

weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
আগামী ২-৩ ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে এই ৬ টি জেলা, আজকের আবহাওয়া | ছবি – সংগৃহীত

তবে এই মুহূর্তেই পিছু হটছে না বৃষ্টি। গোটা সপ্তাহ জুড়ে ধাপে ধাপে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। পাশাপাশি চলতি সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির জেরে আগামী রবিবার থেকে বঙ্গের তাপমাত্রা কমতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আজ কলকাতার (Weather) আবহাওয়াঃ
আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৪ শতাংশ। গতকালের তুলনায় আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে।

weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
আগামী ২-৩ ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে এই ৬ টি জেলা, আজকের আবহাওয়া | ছবি – সংগৃহীত

আজ উত্তরবঙ্গের (Weather) আবহাওয়াঃ
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে উত্তরবঙ্গে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ দক্ষিণবঙ্গের (Weather) আবহাওয়াঃ
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি মেঘের গর্জন তান্ডব দেখাবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।