golden globe award, natu natu song, RRR, S. S Rajamouli, South indian film industry, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, 'নাটু নাটু' গান, আরআরআর, এসএস রাজামৌলী, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র
ভারতে এই প্রথম এসএস রাজামৌলীর হাত ধরে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড! 'নাটু নাটু' গড়ল ইতিহাস

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ভারতে নতুন করে ইতিহাস গড়ল এসএস রাজামৌলীর ছবির ‘নাটু নাটু’ গান। ভারতে এই প্রথম ‘RRR’ ছবির ‘নাটু নাটু’ গান জিতে নিল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। আমেরিকায় অনুষ্ঠিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বেস্ট অরিজিনাল সং বিভাগের তালিকায় নাম উঠে পুরস্কার অর্জন করল ইন্ডিয়ার ‘RRR’ -এর ‘নাটু নাটু’ সং।

২০২২ সালে বক্স অফিসে মুক্তি পেয়েছে ‘RRR’ ছবিটি। এসএস রাজামৌলির পরিচালিত এই ছবি দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। তার সাথে হৃদয় ছুঁয়েছে এই ছবির প্রত্যেকটি গান। আর তার মধ্যেই ‘নাটু নাটু’ গান অর্জন করল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। এই ছবি বক্স অফিসে ব্যবসা করেছে প্রায় ১২০০ কোটি টাকা। তবে সম্প্রতি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে মনোনীত হয়ে ভারতে ইতিহাস গড়লো ‘RRR’ ছবি। এই ছবির সাফল্য অর্জনের কথা শুনে অভিনন্দন ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে বলিউডের অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা।

এসএস রাজামৌলি পরিচালিত ‘RRR’ ছবির ‘নাটু নাটু’ অরিজিনাল গান সাফল্য অর্জন করায় খুশিতে আত্মহারা হয়েছে ছবিতে কাজ করা প্রত্যেক ব্যক্তিগণ। তার মধ্যে রয়েছে জুনিয়র এনটিআর, রাম চরণ এবং আলিয়া ভাট। ‘RRR’-এর এই ‘নাটু নাটু’ সং গানটি লিখেছেন কালা ভৈরব ও রাহুল সিপলিগঞ্জ। বুধবার আমেরিকায় অনুষ্ঠিত হলো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠান।

এই ‘RRR’ ছবির ‘নাটু নাটু’ সং-এর পাশাপাশি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে অন্যান্য মনোনীত গানগুলি হল টেলর সুইফটের ‘ক্যারোলিনা’, গুইলারমো দেল টোরোর পিনোকিওর ‘কিয়াও পাপা’, ‘টপ গান: ম্যাভেরিকের গান ‘হোল্ড মাই হ্যান্ড’ গানটি।