পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- এইবার বিধানসভা ভোটে তৃণমূল এবং বিজেপির তরফে রয়েছে একঝাঁক তারকা প্রার্থী। তারমধ্যে তৃণমূল কংগ্রেসের হয়ে পতাকা নিয়ে একেবারে সরাসরি ভোট প্রচারে নেমেছেন টলিউডের বহু নামী এবং পরিচিত মুখ। অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় রয়েছেন এই প্রচারের আলোতে। তবে ভোট প্রচারে বেড়িয়েই নায়িকার একটি প্ররোচনা মূলক মন্তব্যকে ঘিরে এখন তোলপাড় বাংলা।
আসলে নীলবাড়ির লড়াইয়ের ময়দানে কৃষ্ণনগর উত্তরে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। সেখানে গিয়ে ভোট প্রচারে নেমে তাঁর মুখে শোনা গেছে উস্কানি মূলক বক্তব্য। প্রসঙ্গত ওই একই কেন্দ্রে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের বিপরীতে রয়েছেন তৃণমূলের একদা হেভিওয়েট নেতা তথা বিজেপির মুকুল রায়।
এমত অবস্থায় “মুকুল রায়” নামে একটি ফেসবুক পেজ থেকে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়র একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে অভিনেত্রী প্রচারে বেড়িয়ে বলছেন যে, ” ঘরে সবার মা বোন আছে। ভোটটা ভেবে দিবি।” আর মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।
যদিও এই ভিডিও প্রসঙ্গে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বলেন যে, তিনি এমন কোনও বক্তব্য ইচ্ছাকৃতভাবে বলেননি। তাঁর বক্তব্যকে বিকৃত করা হচ্ছে। তবে এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিজেপির বর্তমানে হেভিওয়েট নেতা তথা মুকুল রায় যদিও এই ঘটনা প্রসঙ্গে কোনও রকম উস্কানি মূলক প্রতিক্রিয়া দিতে নারাজ।
মুকুল রায় বলেন যে, অতা তাঁর কোনও অফিসিলাল পেজ নয় তাই এই প্রসঙ্গে তিনি কোনও বক্তব্য রাখবেন না। কিন্তু বিজেপি সমর্থকরা এই বক্তব্যকে ঘিরে নতুন করে সমালোচনার রসদ পেয়ে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে একহাত নিয়ে নিয়েছেন। যদিও এই প্রসঙ্গে বিজেপির আর একজন নেতা তথা রাজারহাট গোপালপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য বলেন যে, ” আগে দলের নেতারা বুঝেছিলেন ভোটের ফল কি হবে। এখন নবাগতরা বুঝতে পেরেছেন কি ফল হতে চলেছে এটা তারই প্রকাশ।”
অভিনেত্রীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন,” মা, বোনেরা আছে, ভোটটা ভেবে দেবেন, এই কথাটা আমি হুমকির সুরে বলিনি। ইচ্ছা করে অন্যভাবে এটা ছড়ানো হচ্ছে। আমি আমার টিমকে বলব, পুরো ভিডিওটা যাতে তারা প্রকাশ করেন। সাধারণ মানুষ যাতে সবটা দেখতে পায়। “