পশ্চিমবঙ্গ ডেস্কঃ আজ মঙ্গলবার সকাল থেকেই বঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন রকম আবহাওয়া বিরাজ করছে। এমনিতেই সকাল থেকে আকাশ মুখ ভার করেছে। তার মাঝেই মধ্যেই আবার সূর্যী কিরণের দেখা পাওয়া যাচ্ছে। এমনকি রাজ্যের বিভিন্ন জেলায় আলসেগুড়ির দেখা মিলেছে ইতিমধ্যেই।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সমস্ত এলাকাতেই কম বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গী হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী দুইদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। শুধু এরাজ্যে নয়, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লিতে শিলা বৃষ্টি হবার সম্ভাবনাও রয়েছে। তবে আবহাওয়া দপ্তর আগেই সর্তকতা জারি করেছে, এই প্রবল ঝড় বৃষ্টির মাঝে ভুল করেও ঘরের বাইরে বেরোবেন না কেউ। ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গী হয়েছে বজ্রপাত। বৃষ্টির ফোটার স্পর্শে আনন্দ উপভোগ করতে গিয়ে যেন অন্য কোনো বিপদের মুখে না পড়ে মানুষ সেদিকেও নজর রাখতে হবে।
আরও পড়ুনঃকরোনার কবলে এবার অভিনেত্রী সুমনা দাস ওরফে “টুম্পা সোনা”
আর কিছুসময়ের মধ্যেই উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা সহ পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান-এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আজকের (Weather) আবহাওয়াঃ
গত কয়েক দিন তাপমাত্রার পারদ কিছুটা হলেও নিচে নেমে ছিল। তবে গতকাল সোমবার তাপমাত্রার পারদ বৃদ্ধি পেয়েছে ১ ডিগ্রি। আজ মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭২ শতাংশ।
আরও পড়ুনঃ পরিবহন কর্মীদের কোভিড যোদ্ধা হিসেবে ঘোষণা রাজ্যের, আজ সকাল থেকেই শুরু টিকাকরণ
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী তিন-চার দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন কোনও তাপমাত্রার পরিবর্তন হবে না বলে পূর্বাভাস। ফের বঙ্গবাসী বৃষ্টিতে ভিজতে চলেছে আজ।