পশ্চিমবঙ্গ দেস্কঃ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট কে কেন্দ্র করে উত্তপ্ত বাংলা। শাসক দল ও বিরোধী দলের বিরুদ্ধে অভিযোগ ঝুড়ি ঝুড়ি। ইতিমধ্যে জনপ্রিয় বাংলা ইউটিউবার “দ্যা বং গাই” ওরফে কিরণ দত্ত রাজনৈতিক বিষয়ে কিছু কথা বলেছেন।
সম্প্রতি তিনি কোনো দলের হয়ে কথা বলেননি, তবে সমস্ত রাজনৈতিক দলগুলির ভালো দিক ও খারাপ দিক তুলে ধরে কথা বলেছেন তিনি। তবে তিনি এদিন একটি ফেসবুক লাইভ করেন এবং সেখানে তিনি বক্তব্য রাখেন, ভোটের বাজারে রাজনৈতিক বিষয় নিয়ে যে কথাগুলো বলেছিলেন তার মধ্য থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে যে ভালো ভালো কথাগুলো তিনি বলেছিলেন সেগুলোই এডিট করে নেট দুনিয়ায় ভাইরাল করা হচ্ছে।
তিনি কিছুদিন আগেই একটি সাংবাদিক চ্যানেলে রাজনৈতিক মতামত জানান। সেখান থেকেই তাঁর বিভিন্ন রাজনৈতিক দলের ভালো দিক ও খারাপ দিক তুলে ধরে প্রশ্ন করা হয় এবং সেখানে তিনি প্রশ্নের উত্তরও দিয়েছিলেন।
বাংলা জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্ত এদিন লাইভে এসে বলেন, কিছুদিন আগেই একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে বিভিন্ন রাজনৈতিক দলের সম্পর্কে তার অভিমত ব্যক্ত করতে বলা হয়। তিনি জানিয়েছিলেন, নিজের মতামত জানাতে পারি কোন অসুবিধা নেই। তারপরই সেই টিভি চ্যানেলের সাক্ষাৎকারে তিনি কোন রাজনৈতিক দলের পক্ষে না গিয়ে নিজের মতাদর্শ এর ভিত্তিতে রাজ্যের রাজনৈতিক দলগুলির ভালো দিক ও খারাপ দিকগুলো তুলে ধরে আলোচনা করেন।
সাক্ষাতকারে তিনি আরও জানিয়েছিলেন, যেহেতু তিনি ইউটিউব এ ভিডিও বানান, সেই কারণেই মিম হিসেবে মদন মিত্র, অনুব্রত মণ্ডলকে খুবই ভালো লাগে। ওই সাক্ষাতকারে তৃণমূলের হয়ে ভালো ভালো কথোপকথন পার্ট গুলি কেটে কেটে এডিট করে তৃণমূলের একটি ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে এবং সিপিএম, কংগ্রেস ও বিজেপির হয়ে খারাপ মন্তব্য গুলিকে তুলে ধরা হয়েছে। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় কুকথ্য ভাষায় মন্তব্য করতে থাকে নেটিজেনরা তার বিরুদ্ধে। রীতিমতো নিন্দার ঝড় উঠেছে কিরণ দত্তের নামে।
আরও পড়ুনঃ ইউভানকে দূরে সরিয়ে আইসোলেশানে করোনা আক্রান্ত শুভশ্রী গাঙ্গুলী
এদিন তিনি জানিয়েছেন, রাজনৈতিক বিষয়ে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেটি সম্পূর্ণ দেখুন। আমি কোন দলের সঙ্গে যুক্ত নয়, এমনকি যুক্ত হওয়ার ইচ্ছাও নেই। কে বা কারা এই ভিডিওটি তৈরি করেছে সেটিও জানেন না ‘বং গাই’ ওরফে কিরণ দত্ত।
তিনি জানিয়েছেন, যার ভিডিওটি নিয়ে ব্যবহার করছেন, কিরন দত্তের কাছ থেকে তারা একবারও পারমিশন নিলেন না। এমনকি যে টিভি চ্যানেলের হয়ে তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেখান থেকেও পার্মিশন নেননি বলে তার দাবি। ‘বং গাই’ এর কথায় ভোট প্রচারে তৃণমূল কংগ্রেস ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে। কিন্তু তার আবেদন, যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেননি তারা ওই ভিডিওটা দেখুন। তারপর কথ্যভাষায় আমার নামে মন্তব্য করবেন।