পশ্চিমবঙ্গ ডেস্কঃ প্রতিনিয়ত করোনা সংক্রমণ বেড়ে চলেছে। করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউ মানুষের মধ্যে অতি দ্রুত সংক্রমণ করে ফেলছে। প্রতি সেকেন্ডে ভারতে তিন জন করে করোনা আক্রান্ত হচ্ছে।
বলিপাড়াতে করোনা আক্রান্তের খবর প্রতিনিয়ত উঠে আসছে। একের পর এক তারকার করোনার রিপোর্ট পজেটিভ পাওয়া যাচ্ছে। তবে এবার বলি পাড়ার পর টলিপাড়া তেও দেখা মিলল করোনার দ্বিতীয় ঢেউ। টলিউডের সুপারস্টার জিৎ করোনা আক্রান্ত হলেন।
নিজের করোনা আক্রান্তের খবর নিজেই প্রকাশ করলেন সোশ্যাল মিডিয়াতে। আজ মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, “সকলকে জানাতে চাই আমার করোনা পজিটিভ। বাড়িতেই আইসোলেশন রয়েছি। চিকিৎসকদের পরামর্শ মেনেই নিজের খেয়াল রাখছি। গত কয়েক দিন যারা আমার সংস্পর্শে এসে ছিলেন তাদেরকে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সাবধানে থাকবেন। শীঘ্রই দেখা হবে।”
https://twitter.com/jeet30/status/1384392289531752449
সুপারস্টার জিৎ এর করোনা আক্রান্ত হওয়ার সংবাদ পেয়ে টুইট করে আরোগ্য কামনা করলেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। সম্প্রীতি, টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায় নিজেও কিছুদিন আগে করোনার কবলে পড়েছিলেন। বর্তমানে তিনি এখন সুস্থ।
মনে করা হচ্ছে অতিমারি করোনা যেভাবে প্রভাব ফেলছে দেশজুড়ে তাতে আবার বড় লকডাউনের পথে হাঁটতে পারে সরকার। কিন্তু এরই মধ্যে পশ্চিমবঙ্গের বেশকিছু জায়গাতে ছোট লকডাউন জারি করা হবে বলে জানা গিয়েছে। ভিক্টোরিয়ার মতো দৃশ্যমান জায়গা গুলি এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। অতিমারি করোনার বিরুদ্ধে একমাত্র লকডাউনই সঠিক পথ বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।