sports, virat kohli, virat kohli instagram follors,
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এক নতুন রেকর্ড গড়লেন সোশ্যাল মিডিয়ায়। তার এই মুহূর্তে ইনস্টাগ্রামে ফলোয়ার্স সংখ্যা ছাড়িয়েছেন ১০০ মিলিয়ন অর্থাৎ ১০ কোটি।

বিরাট কোহলি শুধু মাঠেই নয় সোশ্যাল মিডিয়াতেও ঝড় তুলেছেন। তার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ১০০ মিলিয়ন ছাড়িয়েছে। তার ফ্যানরা ইতিমধ্যেই তাকে অভিনন্দন জানানো শুরু করেছে। হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিতে শুরু করেছে নেটিজেনরা। খেলার ময়দানে সেঞ্চুরি তো রয়েছেই এবার সোশ্যাল মিডিয়াতেও সেঞ্চুরি করল বিরাট কোহলি।

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক বিরাট। তার ১০০ মিলিয়ন ফলোয়ার্স ছাড়ানোর পর বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে অভিনন্দন জানিয়েছে আইসিসিও। ক্রীড়াবিদদের মধ্যে ইনস্টাগ্রামে ফলোয়ার্স সংখ্যা হিসেবে পুরো বিশ্বে চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি।

প্রথম স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স সংখ্যা ২৬৫ মিলিয়ন। দ্বিতীয় স্থানে রয়েছেন লিওনেল মেসি। মেসির ইনস্টাগ্রামে ফলোয়ার্স সংখ্যা ১৬৮ মিলিয়ন। তৃতীয় স্থানে রয়েছেন নেইমার। তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স এর সংখ্যা ১৪৭ মিলিয়ন এবং তার পরের স্থানেই রয়েছে বিরাট কোহলি। ইতিমধ্যেই তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স এর সংখ্যা ১০০ মিলিয়ন ছাড়ালো।

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার থেকেও ৪০ মিলিয়ন ফলোয়ার্স উপরে রয়েছেন বিরাট কোহলি। ইতিমধ্যেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইনস্টাগ্রামে ফলোয়ার্স সংখ্যা দাঁড়িয়েছে ৫১.২ মিলিয়ন। ইনস্টাগ্রাম ছাড়াও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির টুইটারে ফলোয়ার্স এর সংখ্যা ৪০.৮ মিলিয়ন। তাছাড়া তার ফেসবুকে রয়েছে ৩৬ মিলিয়ন লাইক।

শুধু তিনি ফলোয়ার্স এর সংখ্যা হিসেবে চতুর্থ স্থানে নয়। ব্র্যান্ড ভ্যালুর নিরিখেও বিরাট কিছুতে কম যান না। তিনি ব্র্যান্ড ভ্যালুর তালিকায় ৬ নম্বর স্থান অধিকার করেছেন। জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারকে অনেক পিছনে ফেলে এসেছেন তিনি। সেলিব্রিটিদের মধ্যে সবচেয়ে বেশি ব্র্যান্ড ভ্যালু ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির, ২৩৭.৭ মিলিয়ন মার্কিন ডলার। সেই তুলনায় অক্ষয় কুমারের ব্র্যান্ড ভ্যালু ১০৪.৫ মিলিয়ন মার্কিন ডলার।