japan, corona, coronavirus, oxygen, oxygen cylinder
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ অতিমারি করোনার দ্বিতীয় ঢেউ এর জেরে রীতিমতো কাবু হয়ে পড়েছে ভারত। করোনা মহামারীর বিরুদ্ধে মোকাবিলা করতে গোটা বিশ্বের পাশে দাঁড়িয়েছিল ভারত। বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন ও কোভিড ঔষধ এর যোগান দিয়ে মারন রোগ করোনার বিরুদ্ধে লড়াইয়ে দায়িত্বশীল হিসেবে নিজের ভূমিকা পালন করেছে ভারত।

এবার রীতিমতো করোনার দ্বিতীয় ঢেউ এর জেরে নাজেহাল অবস্থা ভারতের। দেশের বিভিন্ন রাজ্যের অবস্থা খুবই আশঙ্কাজনক। কোভিড চিকিৎসার ওষুধ ও প্রয়োজনীয় অক্সিজেনের আকাল দেখা দিয়েছে গোটা দেশজুড়ে। তবে ভারতের এমন কঠিন পরিস্থিতির সময় পাশে দাঁড়িয়েছে গোটা বিশ্ব। ভারতের অক্সিজেনের সংকট মেটাতে আমেরিকা, ফ্রান্স, রাশিয়া-সহ বিশ্বের বড় বড় শক্তিশালী দেশগুলি এগিয়ে এসেছে।

অন্যদিকে আমেরিকা করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য কোভিড চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম ভারতে পৌঁছে দেবেন বলে জানিয়েছিলেন। ৩০ শে এপ্রিল তথা আজ শুক্রবার ইতিমধ্যেই পণ্যবাহী বিমান কোভিড চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে আমেরিকা থেকে ভারতে এসে পৌঁছেছে। ভারতের উদ্দেশ্যে বার্তা দিয়েছে আমেরিকা। জানানো হয়েছে, “৭০ বছরের সম্পর্ক রয়েছে দুই দেশের মধ্যে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে আছে আমেরিকা।”

করোনা মোকাবেলায় রাশিয়াও ভারতের পাশে দাঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার মস্কো থেকে কোভিড চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে দিল্লি এসে পৌঁছেছে দুটি পণ্যবাহী বিমান। এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে অক্সিজেনের সংকট মেটাতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল জাপান।

এমন কঠিন পরিস্থিতিতে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতের পাশে দাঁড়ালো জাপান। জাপানের রাষ্ট্রদূত সাতোশি সুজুকি জানিয়েছেন, “এই সংকটের সময় ভারতের পাশে আছে জাপান। আমরা ভারতকে ৩০০ টি অক্সিজেন জেনারেটর এবং ৩০০ টি ভেন্টিলেটর দেওয়ার প্রতিক্রিয়া শুরু করেছি।” তবে জাপানের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত মধুর। তাই এই কঠিন বিপদের সময় বন্ধু দেশ টোকিও যে পাশে দাঁড়াবে তা একপ্রকার নিশ্চিত ছিল ভারত এর জন্য।