মুদ্রা লোন, স্ট্যান্ড আপ ইন্ডিয়া যোজনা, এমএসএমই লোন, স্বনিধি যোজনা
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ এবারে বেকারদের জন্য মোদী সরকার নিয়ে আসলো দুর্দান্ত কিছু স্কিম। তাতে উপকৃত হতে পারেন সকলে। আসলে দেশে দিন দিন বাড়ছে শিক্ষিত বেকারদের সংখ্যা। সেক্ষেত্রে যুব সমাজের অনেকেই এবারে ঝুঁকছে ব্যবসার দিকে। আর যুব সমাজের সেই চিন্তা ধারাকে মদত দিতেই এবারে কেন্দ্র সরকার চালু করছে নতুন কিছু প্রকল্প বা স্কিম।

ব্যবসায়ীদের জন্য কেন্দ্র সরকারের নতুন স্কিম গুলি হল, মুদ্রা লোন, স্ট্যান্ড আপ ইন্ডিয়া যোজনা, এমএসএমই লোন, স্বনিধি যোজনা। এখন আসা যাক বিস্তারিত আলোচনায়।

প্রথমেই আসি মুদ্রা লোন এর কথায়। এই যোজনায় দেশের যুব সমাজকে ব্যাঙ্ক থেকে কোনও গ্যারান্টি ছাড়াই ব্যবসার জন্য লোন দেওয়া হয়। এই প্রকল্পটি চালু হয়েছিল ২০১৫ সালের এপ্রিল মাসে। এই মুদ্রা লোনের মধ্যে আবার তিনটি ভাগ আছে। শিশু মুদ্রা লোন, কিশোর মুদ্রা লোন এবং তরুণ মুদ্রা লোন। শিশু মুদ্রা লোনে পাওয়া যাবে ৫০ হাজার টাকা অবধি লোন। কিশোর মুদ্রা লোনে পাওয়া যাবে ৫ লক্ষ টাকা অবধি লোন এবং তরুণ মুদ্রা লোনে পাওয়া যাবে সর্বচ্চো ১০ লক্ষ টাকা অবধি লোন।

এরপর হল স্ট্যান্ড আপ ইন্ডিয়া যোজনা। এক্ষেত্রে মূলত লোন দেওয়ার ব্যাবস্থা আছে তফশিলি, উপজাতি এবং মহিলা উদ্যাোগতাদের। ২০১৬ সালে চালু হওয়া এই যোজনায় লোন নিয়ে উপকৃত হয়েছে বহু মানুষ। সরকারি হিসেব অনুযায়ী এখনও অবধি এই যোজনার আওত্তায় প্রায় ২৫ হাজার কোটি টাকা লোন দেওয়া হয়েছে।

এরপর হল এমএসএমই লোন এর কথা। এটি মূলত করোনা পরিস্থিতির সাথে মোকাবিলার জন্য যে আত্ম নির্ভর ভারত তৈরি করার লক্ষ্যে চালু হওয়া একটি যোজনা। এই যোজনার মাধ্যমে এখনও অবধি প্রায় ৩ লক্ষ কোটি টাকা লোন দেওয়া হয়েছে। ২০২১ সালের ৩১ শে মার্চ যদিও এই স্কিমের প্রথম মেয়াদ শেষ হয়ে গেছিল তবে লোকের চাহিদার জন্য এর মেয়াদ জুন অবধি বাড়ানো হয়েছে।

শেষে হল স্বনিধি যোজনা। এক্ষেত্রে যাদের পুঁজি নেই তাদেরকে গ্যারান্টি ছাড়াই ১০ হাজার টাকা অবধি লোন দিচ্ছে সরকার। এই যোজনার আরেক নাম হল প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা।