পশ্চিমবঙ্গ ডেস্কঃ করোনার থাবা এবার টলিপাড়ায়। অভিনয় জগতের বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীর করোনা আক্রান্তের খবর ইতিমধ্যেই উঠে এসেছে। তবে এবার করোনা আক্রান্ত হলেন বাংলা টেলিভিশনের ‘রানীমা’।
‘করুণাময়ী রানী রাসমনি’ সিরিয়ালের রাণীমাকে অনেকেই চেনেন। রানিমা ওরফে দিতিপ্রিয়া রায়। দিতিপ্রিয়ার সঙ্গে সঙ্গে তার পরিবারও কোভিড সংক্রমণ হয়েছেন। কোভিড টেস্টে বাবা-মা ও দিতিপ্রিয়া তিনজনেরই রিপোর্ট পজেটিভ আসে। তিনজনেই বাড়িতে হোম আইসোলেশন রয়েছেন।
জানা গিয়েছে, শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে দিতিপ্রিয়ার। শরীরটা একটু দুর্বল। মাথাটা একটু ব্যাথা করছে, সঙ্গে দুদিন ধরে গলাটাও খুসখুস করছে। সর্দি-কাশি ও লেগে আছে তার শরীরে। তিনি জানিয়েছেন সর্দি-কাশি লেগে থাকলে যেমন অসস্তি বোধ হয় ঠিক তেমনি অসুস্থ বোধ করছেন তিনি। এছাড়া তাঁর শরীরে আর কোনো উপসর্গ দেখা যায়নি।
দিতিপ্রিয়ার মা ও বাবা দুজনেই কভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন। প্রথমে করোনা আক্রান্ত হন দিতিপ্রিয়ার মা। তবে বাবার শরীরে কোন প্রকার উপসর্গ দেখা যায়নি। তবে অভিনেত্রীর মায়ের রিপোর্ট পজেটিভ আসার পর তার বাবার কোভিড টেস্ট করানো হয়। ফলস্বরূপ করোনা পজিটিভ আসে। তবে এ বিষয়ে দিতিপ্রিয়া রায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেননি কিছুই। এমন পরিস্থিতির খবর জেনে অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
তবে এমন পরিস্থিতিতে দিতিপ্রিয়া জানিয়েছেন, আগের তুলনায় তিনি অনেকটাই সুস্থ আছেন। মায়ের শরীর কিছুটা খারাপ ছিল, দুদিন জ্বরে ভুগছিলেন। তবে মা এখন ভালো আছেন বলে জানিয়েছেন দিতিপ্রিয়া। এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে, দিতিপ্রিয়া নিজের পোষ্য পপকর্নের সঙ্গে খেলা করছেন এবং বই পড়ে দিন কাটাচ্ছেন।
তবে জানা গিয়েছে, ধারাবাহিক করুণাময়ী রানী রাসমনি সিরিয়ালের শুটিং আগে থেকেই যা করা ছিল সেগুলো দিয়েই এখন কাজ চালানো হচ্ছে। খুব প্রয়োজন হলে বাড়ি থেকে ভয়েস ওভার করছেন দিতিপ্রিয়া। করুণাময়ী রানী রাসমনির সেটে আর কোন ব্যক্তির কোভিড সংক্রমণ হওয়ার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।