পশ্চিমবঙ্গ ডেস্কঃ দেশজুড়ে করোনা হানা বেড়েই চলেছে। অতিমারি করোনা মোকাবিলায় দেশের সমস্ত স্বাস্থ্যকর্মীরা মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন। করোনার দ্বিতীয় ঢেউ এর প্রভাব দেশজুড়ে পড়তে না পড়তেই অক্সিজেনের সংকট দেখা দিয়েছে।
এবার করোনা মোকাবেলায় দেশের পাশে এসে দাঁড়ালেন শিল্পপতি রতন টাটা। করোনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অক্সিজেনের অভাব। এবার এই অক্সিজেনের সংকট দূর করতেই করোনা যুদ্ধে হাত বাড়িয়ে দিলেন শিল্পপতি রতন টাটা।
করোনা আক্রান্ত রোগীদের ব্যবহার যোগ্য অক্সিজেন পৌঁছে যাবে দেশের প্রতিটি রাজ্যে। টাটা কোম্পানি তরল অক্সিজেন সরবরাহ করার জন্য ২৪ টি ক্রায়োজেনিক কন্টেনার আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে রতন টাটার এমন সিদ্ধান্তের ফলে দেশে অনেকটাই অক্সিজেনের সংকট মিটবে।
Medical oxygen is critical to the treatment of #COVID19 patients. Responding to the National urgency, we're supplying 200-300 tons of Liquid Medical Oxygen daily to various State governments & hospitals. We are in this fight together & will surely win it! @PMOIndia @TataCompanies
— Tata Steel (@TataSteelLtd) April 18, 2021
টাটা গ্রুপ এর টুইটার অ্যাকাউন্টে একটি ট্যুইট করে জানানো হয়, “ভারতের মানুষের কাছে প্রধানমন্ত্রী আবেদন প্রশংসনীয়। আমরা কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করার জন্য যথাসম্ভব প্রচেষ্টা করব। অক্সিজেন সংকট কম করার জন্য এবং স্বাস্থ্য পরীক্ষা আরো উন্নত করার জন্য এটি একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র।” এছাড়াও টাটা কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, “টাটা তরল অক্সিজেন সরবরাহের জন্য ২৪ টি ক্রায়োজেনিক কন্টেনার আমদানি করছে।”
গত ১৮ ই এপ্রিল টাটা কোম্পানির তরফ থেকে একটি টুইট করে জানানো হয়, “কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ। জরুরি ভিত্তিতে সাড়া দিয়ে আমরা দেশের বিভিন্ন রাজ্যে ও হাসপাতালের প্রতিদিন ২০০ থেকে ৩০০ টন তরল অক্সিজেন সরবরাহ করছি। আমরা একসাথে এই লড়াইয়ে আছি এবং অবশ্যই আমরা জিতব।”