রাজনীতির খবর, পশ্চিমবঙ্গের খবর, পশ্চিমবঙ্গের রাজনীতির খবর, নন্দীগ্রাম, মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী,পশ্চিমবঙ্গ ভোট, ভোট
ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা ভোটে রাজ্যের সবচেয়ে স্পর্শকাতর এলাকা নন্দীগ্রামে ভোট গ্রহণ ঘিরে যে তুমুল অশান্তি এবং সংঘর্ষের আবহ তৈরি হয়েছিল তা নিয়ে কাল দিনভর টানাপোড়েন চলে। তৃণমূলের ছাপ্পা ভোট এবং ভোট না দিতে দেওয়ার অভিযোগ একেবারে খারিজ করে দেয় নির্বাচন কমিশন।

এতেই থেমে থাকেনি নন্দীগ্রাম চর্চা। গতকালের তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাপ্পা ভোটের অভিযোগের ভিত্তিতে এবারে মুখ্যমন্ত্রীর দিকে নিশানা করেন তৃণমূলের একদা সবচেয়ে প্রভাবশালী নেতা এবং নন্দীগ্রামের ছেলে তথা বর্তমান বিজেপির নেতা শুভেন্দু অধিকারী।

এইদিন শুভেন্দু অধিকারী তৃণমূলের রিগিং নিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি সংবাদ সংস্থা এএনআই কে জানান কিভাবে ২০১৯ সালের আরামবাগের লোকসভা নির্বাচনে ১৬ টি ইভিএম মেশিন কাউনণ্টিং করাতে না দিয়েই আসন জিতে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী আরও বলেন যে, কিভাবে ডিএম, এসডিও কে চাপে রেখে এই সমস্ত কাজ করেন মাননীয়া। এর সাথে সাথে পুরুলিয়া এবং ঝাড়গ্রামের কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন যে কিভাবে মাঝরাতেই পুলিশের সাহায্যে ব্যালট বক্সে থাকা পদ্মফুলের ছাপ সরিয়ে তৃণমূল করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ- বয়ালে ছাপ্পা ভোট নিয়ে চাঞ্চল্যকর বক্তব্য পেশ করল নির্বাচন কমিশন

নির্বাচনের সময় একে অপরের প্রতি বিভিন্নভাবে কাদা ছোড়াছুড়ি যেন লেগেই রয়েছে প্রত্যেক শিবিরে। এতবছর তৃণমূল কংগ্রেসে থাকার পর শুভেন্দু অধিকারীর এমন মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিতে আঘাত ঘটাতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও শুভেন্দু অধিকারীর এই অভিযোগের পাল্টায় মমতা বন্দ্যোপাধ্যায় কি উত্তর দেন সেটাই এখন অপেক্ষার।