করোনা ভাইরাস, লকডাউন, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ পুলিশ
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ একেবারে সুনামির মত গ্রাস করেছে সারা দেশকে। দেশের বিভিন্ন রাজ্যে কোথাও আংশিক এবং কোথাও পুরো লকডাউন ঘোষণা করেছে সরকার। পশ্চিমবঙ্গেও করোনা পরিস্থিতি খুবই সাংঘাতিক।

এমত অবস্থায় অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ছাড়া বন্ধ থাকার নির্দেশ সমস্ত কিছু। কিন্তু বাজার ঘাট সকাল ৭ টা থেকে ১০ টা এবং বিকেল ৫ টা থেকে ৭ টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

কিন্তু রাজ্যের এই ভয়াবহ পরিস্থিতি স্বত্তেও কিছু ব্যবসায়ী করোনার তোয়াক্কা না করেই খোলা রাখছেন দোকান পাট। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামল পুলিশবাহিনী। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলায়। বুধবার সকালে ডি এস পি সন্দীপ মালের নেতৃত্বে বাঁকুড়া জেলার ব্যস্ততম গোলপার্ক মার্কেট, চক বাজার এলাকায় জনসচেতনতায় নামেন পুলিশ বাহিনী।

জনতাকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার সাথে সাথেই তারা মানুষের হাতে তুলে দেন মাস্ক, স্যানিটাইজার। এছাড়াও সমস্ত নির্দেশাবলী জানানো হয় জন সাধারণকে।

ডি এস পি সন্দীপ মালের কথায় সমস্ত প্রোটোকল মেনেই জন সচেতনতা বাড়াতে বাহিনী রাস্তায় নামেন তারা এবং করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সম্পর্কে সকলকে অবগত করেন। এছাড়াও সকলকে তারা জানান যে বিনা কারনে যেন কেউ কোনও ভাবেই ঘরের বাইরে না থাকে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রথম ঢেউয়ের থেকে অনেক বেশি মারাত্মক সে বিষয়েও মানুষজনকে সচেতন করেন তারা।