পরিযায়ী শ্রমিক, ফিরহাদ হাকিম
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ গত ৫ই মে পশ্চিমবঙ্গের আবাসন দফতরের দায়িত্ব নেন ফিরহাদ হাকিম। তার পর থেকেই এক পর এক গঠন মূলক কাজে ঝাঁপিয়ে পড়েছেন সদ্য দায়িত্ব প্রাপ্ত আবাসন মন্ত্রী। প্রথম থেকেই করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশী যে সমস্যাটা সকলের সামনে এসে উপস্থিত হয়েছিল তা হল পরিযায়ী শ্রমিক সমস্যা। এবারে সেই সমস্যা সমাধানের উপায় হিসেবে ফিরহাদ হাকিম কলকাতায় কাজ করতে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা আবাসন তৈরি করবেন।

এই মর্মে রেল মন্ত্রক এবং বন্দর কর্তিপক্ষের কাছে জমি চেয়ে অনুরোধ জানিয়েছেন রাজ্য সরকার। আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান যে, এতদিন বিভিন্ন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকরা রাস্তার পাশে ফুটপাথে ঝুপড়ি তৈরি করে থাকত। কিন্তু এবার থেকে তা আর হবে না।

এবার রাজ্যের আবাসন দফতর পরিযায়ী শ্রমিকদের জন্য স্থায়ী বাসস্থান গড়ে তুলতে চাইছে। যদিও এই আবাসন গুলিকে বিভিন্ন ঠিকাদার সংস্থাকে ভাড়া দেওয়া হবে। সেই সব সংস্থাগুলি নিজেদের অধীনে থাকা সমস্ত শ্রমিকের থাকার ব্যবস্থা করবে। আবার কাজ শেষে সমস্ত আবাসন তুলে দেওয়া হবে মন্ত্রকের হাতে।

এছাড়াও ফিরহাদ হাকিম আরও একটি বড় সিদ্ধান্ত নেন। তিনি বলেন যে কোলকাতা শহরে বেশ কিছু জায়গায় এমন কিছু বাড়ি বা আবাসন ভাড়া দেওয়া রয়েছে যেগুলির ভাড়া অত্যন্ত কম। ফলে সরকারের পক্ষে সেই সমস্ত সম্পত্তি রক্ষনা বেক্ষন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

এমত অবস্থায় সরকার খুব কম দামে বাড়ি গুলি বাসিন্দাদের দিয়ে দিলে বাসিন্দারা সেগুলিকে নিজেদের মত করে দেখভাল করতে পারবে।