ব্ল্যাক ফাঙ্গাস, পশ্চিমবঙ্গ, কেন্দ্র, black fungus, west bengal, central government
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- করোনা ভাইরাসের তাণ্ডবে জর্জরিত ভারতবাসী। এর মধ্যেই উঁকি দিতে চলেছে এক অন্য বিপদ। তার নাম ব্ল্যাক ফাঙ্গাস। এটির প্রভাব এখনো ভারতবর্ষে তেমনভাবে দেখতে পাওয়া যায়নি ঠিকই, কিন্তু সচেতনতা না নিলে ব্ল্যাক ফাঙ্গাস নামক রোগটি নিতে পারে মহামারীর রূপ। তাই দেশকে এই নতুন ব্যাধির থেকে দূরে রাখতে জনসাধারণের মধ্যে সচেতনতার প্রচার জারি করতে বলে কেন্দ্র।

ব্ল্যাক ফাঙ্গাসে সবথেকে বেশি সংক্রমিত হয়েছে মহারাষ্ট্রের মানুষেরা। সেখানে ক্রমাগত ছড়িয়ে পড়ছে এই মরণব্যাধি। মহারাষ্ট্র সরকার তাই কঠোর পদক্ষেপ নিয়েছেন এই রোগটিকে দমন করার জন্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দ্বারা জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মহারাষ্ট্র-এ ব্ল্যাক ফাংগাস রোগে সংক্রমিত ব্যক্তিদের সংখ্যা দাঁড়িয়েছে ১৫০০ জন। এমনকি এই ব্যাধির দ্বারা মৃত্যুও হচ্ছে। মহারাষ্ট্রে এই রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জন।

গতকাল বুধবার রাজস্থান সরকার ব্ল্যাক ফাঙ্গাস রোগটিকে মহামারী হিসেবে ঘোষণা করে দিয়েছে এবং মানুষকে অধিক থেকে অধিকতর সচেতনতা নিতে বলেছে। এরপর কেন্দ্র সরকার সমস্ত রাজ্যগুলিকে সচেতনতা বাড়ানোর কথা জানিয়েছে। এই ছত্রাক ঘটিত রোগটি যেন মহামারীর আকার না নেয়, সেজন্য সমস্ত রকম পদক্ষেপ নেওয়ার কথা বলে কেন্দ্র।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর তরফে যুগ্মসচিব সব রাজ্যগুলির উদ্দেশ্যে জানান, ব্ল্যাক ফাংগাস রোগটিকে মহামারী আইনের অধীনে অন্তর্ভুক্ত করা দরকার। সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসের স্ক্রীনিং, চিকিৎসা এবং যাবতীয় অন্যান্য বিষয় সম্পর্কে আরো সচেতনতা এবং কড়া পদক্ষেপ নিতে হবে।

রাজস্থানের পাশাপাশি তেলেঙ্গানা সরকারও এই ছত্রাক ঘটিত রোগটিকে মহামারী বলে ঘোষণা করে দিয়েছেন। পশ্চিমবঙ্গও এই ব্ল্যাক ফাঙ্গাসের কবল থেকে মুক্তি পায়নি। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের দ্বারা জানা গিয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত ৫ জন ব্যক্তির শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ১ জনের। রাজ্য সরকার জনগণকে আরো সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে।