yaswant sinha, amamata banerjee
ছবি - সংগৃহীত

ওয়েব ডেস্কঃ- আইপিএস থেকে শুরু করে তৃণমূল ভাঙ্গানোর প্রশ্নে পশ্চিমবঙ্গ সরকারকে বারংবার বিব্রত করার পর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে একে একে এসে দাঁড়াতে শুরু করলেন বিজেপি বিরোধীরা।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পর মমতার সমর্থনে এবার এগিয়ে আসলেন বাজপেয়ী সরকার আমলের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিনহা। শুভেন্দু অধিকারী সহ একে একে বিভিন্ন তৃণমূল নেতাদের বিজেপিতে যুক্ত হওয়া নিয়ে টুইট করে তিনি বলেন, “নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে সার্জিক্যাল স্ট্রাইকে নেমেছে বিজেপি। নির্বাচনের পরেও এক দফার জন্য প্রস্তুত থাকুন। সে কারণে অন্য কিছু নয়, তৃণমূলের বিপুল ভোটে জিতে আসাই এখন সময়ের দাবি”।

পশ্চিমবঙ্গের আইপিএস কাণ্ডে, মোদি সরকারের পদক্ষেপের কঠোর সমালোচনা করেন অরবিন্দ কেজরিওয়াল। ভোটের ঠিক আগেই আইপিএস অফিসারদের ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টির প্রচেষ্টায় রয়েছে কেন্দ্র। কটাক্ষ করে তিনি বলেন, “ভোটের আগে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করে পুলিশ অফিসারদের বদলির নির্দেশ দেওয়া যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আঘাত। রাজ্যে অস্থিরতা তৈরির চেষ্টা। পশ্চিমবঙ্গ প্রশাসনের উপরে এই নির্লজ্জ হস্তক্ষেপ নিন্দনীয়”।