করোনা ভাইরাস, বিনোদন, খিলাড়ি অক্ষয় কুমার
ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ একের পর এক সেলিব্রেটির করোনা ভাইরাস আক্রমণের খবর পাওয়া যাচ্ছে। এবারে বলিউডে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন খিলাড়ি অক্ষয় কুমার। নিজেই সোমবার টুইট করে একথা জানান খিলাড়ি অক্ষয় কুমার। কিছুদিন আগেই রণবীর সিং এবং  তাঁর প্রেমিকা আলিয়া ভাট নিজেদের করোনা ভাইরাসে আক্রমণের কথা জানিয়েছেন।

একের পর এক করোনার থাবা বসছে সিনেমা থেকে ক্রিকেট জগতে। একদিকে রনবীর, আলিয়া, অক্ষয় থেকে শুরু করে শচীন এবং আরও অনেকে আক্রান্ত হচ্ছেন করোনায়। যা সত্যিই উদ্বেগের কারণ হয়ে দেখা দিচ্ছে। করোনা অতিমারীর এক বছর পূর্ণ হলেও যেন করোনা ভাইরাসের আক্রমণ দিন দিন আরও বেড়েই চলেছে।

দেশে আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। যা সরকার থেকে সাধারণ মানুষের উদ্বেগের কারণ হিসেবে দেখা দিচ্ছে বর্তমানে। করোনা অতিমারীর এক বছর কেটে গেলেও এখনও করোনা ভাইরাসের আক্রমন থেকে নিজেদেরকে পুরো মুক্ত করতে পারেনি পুরো বিশ্ব। তারই মধ্যে ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ যেন একেবারে আছড়ে পড়েছে। দেশে মহারাষ্ট্রে করোনা ভাইরাসের বাড়ার কারণে আবারও লক ডাউন ঘোষণা করল মহারাষ্ট্র সরকার।

নিজের করোনা আক্রান্ত হবার কথা জানিয়ে টুইট করেন খিলাড়ি অক্ষয় কুমার। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বর্তমানে ভালো আছেন এবং খুব তাড়াতাড়ি তিনি হয়ত নিজের বাড়িতে ফিরে যাবেন। এছাড়াও তিনি জানান যে রবিবার তিনি যখন জানতে পারেন যে তিনি  করোনা ভাইরাসে আক্রান্ত তখন তিনি হোম করেনটিনে চলে যান।

তিনি আরও জানান যে, ” শুভ কামনা এবং প্রার্থনার জন্য সকলকে ধন্যবাদ। মনে হচ্ছে প্রার্থনা কাজ করছে, আমি ভালোই আছি। তবে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছি। শীঘ্রই বাড়ি ফিরতে পারবো বলে মনে করছি। সবাই ভালো থাকবেন।”