ওয়েব ডেস্কঃ- এ যেন ঠিক হাড় হিম করা ঠান্ডা! ডিসেম্বর পড়তেই রাজ্যে শীতের তান্ডব যেন বেড়ে গেল। পশ্চিমবঙ্গে অনবরত উত্তরের হাওয়া ঢোকার ফলে ঠাণ্ডায় কাঁপছে পাহাড় থেকে সমতলের মানুষেরা। আজ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে আরো 4 ডিগ্রি নেমে গিয়েছে।
দীঘায় প্রায় 10 ডিগ্রি ছুই ছুই। গত শনিবার থেকে তাপমাত্রা ক্রমশ কমতে শুরু করায় পর্যটকদের ভির বেড়ে চলেছে দার্জিলিংয়ে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, কলকাতায় বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা 11.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় 4° কম। ফলে সকালবেলাতেও কলকাতায় শীতে কাপছেন সাধারণ মানুষেরা।
শীতের প্রকোপ বাড়ায় বড়দিনের বেশ আগেই নিকো পার্ক, ইকো পার্ক, সাইন্সসিটি, চিড়িয়াখানা সহ ঘোরার জায়গাগুলিতে ভিড় দেখা যাচ্ছে। বিদেশি পর্যটকদের আনাগোনা বেড়ে গিয়েছে মূলত পার্কস্ট্রিট এবং সদরস্ট্রিট এলাকায়। শুধু কলকাতাতেই নয় ভিড় বাড়ছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের শান্তিনিকেতনেও। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, উত্তর-ভারত থেকে অনবরত শীতল বাতাসে ঢুকছে বাংলায়, ফলে ঝঞ্ঝার কারণে উত্তরের হাওয়া যদি বাধাপ্রাপ্ত না পায় তবে শীতের দাপট এভাবেই চলবে।
দেখে নেয়া যাক রাজ্যে কোথায় কত ডিগ্রী পারদ নেমেছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে 7 ডিগ্রী হবে।দার্জিলিঙে সর্বনিম্ন 6, পুরুলিয়ায় 6.4, শ্রীনিকেতনে 8.5, শিলিগুড়িতে 7.6, ডায়মন্ডহারবারে 11.2, দীঘায় 10.3, জলপাইগুড়িতে 8.9, কালিম্পং-এ 7.5, ব্যারাকপুরে 9.3, বাঁকুড়ায় 9.4, এবং বহরমপুরে 9.4 ডিগ্রি সেলসিয়াস।