পশ্চিমবঙ্গ ডেস্কঃ চলতি সপ্তাহের প্রথম দিনেই বঙ্গের বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে দেখা গিয়েছিল। তবে সেই বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ২৯ জনের। তারই মধ্যে হুগলি জেলায় মারা গিয়েছেন ১১ জন।
বজ্রাঘাতে মৃত পরিবারকে সমবেদনা জানাতে সিঙ্গুরে গিয়েছিলেন বিজেপি সংসদ লকেট চট্টোপাধ্যায়। সেখানে গিয়ে মৃত পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষন ধরে কথাবার্তা বলেন তিনি। তবে তার পর লকেট চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দল বদলু নেতাদের উদ্দেশ্যে কড়া ভাষায় বার্তা দিলেন। এদিন তিনি বলেন, “যাঁরা বেসুরো তাঁরা যে বেসুরো হবেন, তা আমরা আগে থেকেই টের পাচ্ছিলাম। আমরা চাইব, যাঁরা যেতে চান, তাঁরা যেন তাড়াতাড়ি বিদায় নেন।”
প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই বিজেপির অন্দরমহলে ভাঙন ধরেছে। একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে একাধিক তৃণমূল নেতা ও নেত্রী তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে নাম লিখিয়েছেন। একুশের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের জয় নিশ্চিত, এটা ভেবেই বিজেপিতে যোগদান করেছিলেন তারা। তবে একুশের বিধানসভা নির্বাচনে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। ফল প্রকাশ হতেই অনেক দলবদলু নেতা নেত্রীরা বিজেপি ছেড়ে ফের তৃণমূলের ফিরতে চান।
গত কয়েকদিন আগেই সে বিষয়ে সাফ সাফ জানিয়ে দিয়েছেন সোনালী গুহ। তবে এবার একই পথে হাঁটতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তার গলায়ও একই সুর। তিনি ফেসবুকে একটি পোস্ট করে লিখেছেন, “সমালোচনা তো অনেক হল। মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি, আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না। আমাদের সকলের উচিত, রাজনীতির ঊর্দ্ধে উঠে ‘কোভিড’ ও ‘ইয়াস’, এই দুই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা।”
এবার দলবদলু নেতাদেরকে নিশানায় নিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিন তিনি কড়া ভাষায় বার্তা দিয়ে বলেন, “বাংলার ২ কোটি ২৭ লক্ষ মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। যারা চলে যেতে চাইছেন, তাঁরা তাড়াতাড়ি বিদায় নিন। আমরা নতুন উদ্যোমে আবারও কাজ শুরু করব। আগেই বুঝেছিলাম, এখন যারা বেসুরো হয়েছেন, তাঁরা ভবিষ্যতে এরকমই কিছু একটা করবেন। অন্যায়ের বিরুদ্ধে লড়াই জারি রাখব। মানুষের পাশে থেকে মন জয়ের কাজ আমরা চালিয়ে যাব। যারা দলের ভালো চায় না, তাঁদের বিরুদ্ধে দল ঠিক ব্যবস্থা নেবে।”