পশ্চিমবঙ্গ ডেস্কঃ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করার পর, আজ নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে চলেছেন। তবে বৈঠক শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে ফেসবুক লাইভে এসে বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়ক মদন মিত্রের।
তিনি ফেসবুক লাইভে এসে দাবি করেন, কামারহাটি পৌরসভা এলাকায় কোনো কাজ করেনি কেউ। কামারহাটি এলাকার দায়িত্ব তাকে দেওয়া হোক। জনপ্রিয় তৃণমূল নেতা তথা “লাভলী” জানিয়েছেন, তিন মাস-ই তার কাছে যথেষ্ট। তিন মাসের মধ্যে কামারহাটির চেহারা বদলে দেবেন তিনি।

কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র জানিয়েছেন, “বিটি রোডের অবস্থা খুবই খারাপ। মেরামত করা হয় না অনেকদিন ধরে। পৌরসভার তরফ থেকে কোনো প্রকার কাজ করা হয়নি” বলে অভিযোগ তার। এছাড়াও তিনি জানান, “বিশ্বাস না হলে সৌগত রায় কেউ জিজ্ঞাসা করতে পারেন। দিদি আপনি আমাকে দায়িত্ব দিন। কামারহাটি পৌরসভার প্রশাসক হয়ে তিন মাসের মধ্যে কামারহাটির ছবি বদলে দেবো। দরকার হলে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে রাজি। কিন্তু আমার ওপর একটু ভরসা রেখে দেখুন না। আমি মদন মিত্র।”

একুশের বিধানসভা নির্বাচনে কামারহাটি বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করেছেন মদন মিত্র। কামারহাটি কেন্দ্র থেকে মদন মিত্রকে ভরসা করে নেতৃত্ব দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেখান থেকে তিনি গেরুয়া শিবির কে হারিয়ে ব্যাপক ব্যবধানে জয়লাভ করেছেন। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে বিধায়ক হবার পর কারাবাসে জেতে হয়েছে তাকে।
জানিয়ে রাখি, বেশ কয়েকদিন আগেই নারদা কান্ডের জেরে ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় ও মদন মিত্র-কে গ্রেপ্তার করেছিল সিবিআই। বর্তমানে তারা সবাই জামিন পেয়েছে। তবে মদন মিত্র জেলে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন। যার জেরে বেশ কয়েকদিন এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

তবে বর্তমানে তিনি এখন বাড়িতেই রয়েছেন। মাঝেমধ্যে একটু শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছে। তবে তিনি এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে ফেসবুক লাইভে এসে কামারহাটি পৌরসভার দায়িত্ব নিতে চেয়েছেন। তিনি জানিয়েছেন, দরকার হলে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে রাজি।